LightBlog
gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 17-2-2022
Type Here to Get Search Results !

gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 17-2-2022

 gktoday / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali / 17-2-2022


প্রশ্নঃ রাউলকেল্লা লৌহ ইস্পাত শিল্প কোন দেশের অনুকরণে সৃষ্ট? -

(ক) সোভিয়েত ইউনিয়ন

(খ) ব্রিটেন

(গ) জার্মানি

(ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র

উত্তরঃ (গ) জার্মানি


প্রশ্নঃ পুস্তাজ তৃণভূমিটি কোথায় অবস্থিত? 

(ক) দক্ষিণ আফ্রিকা

(খ) হাঙ্গেরি

(গ) দক্ষিণ আমেরিকা

(ঘ) ইউরোপ ও এশিয়া

উত্তরঃ (খ) হাঙ্গেরি


প্রশ্নঃ বাজারকেন্দ্রিক কৃষি দেখা যায় -

(ক) শ্রীলঙ্কায়

(খ) চিনে

(গ) জাপানে

(ঘ) নেদারল্যান্ডে

উত্তরঃ (ঘ) নেদারল্যান্ডে


প্রশ্নঃ নীচের কাকে আত্মরক্ষার সমর্থ ধাতু বলে? -

(ক) কপার

(খ) সোডিয়াম

(গ) আয়রন

(ঘ) অ্যালুমিনিয়াম

উত্তরঃ (ঘ) অ্যালুমিনিয়াম


প্রশ্নঃ "What Happened" গ্রন্থের রচয়িতা হলেন -

(ক) ফ্রান্সিস ফুকুয়ামা

(খ) অং সান সুচি

(গ) হিলারি ক্লিনটন

(ঘ) বারাক ওবামা

উত্তরঃ (গ) হিলারি ক্লিনটন


প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? -

(ক) উত্তরপ্রদেশে

(খ) রাজস্থানে

(গ) মধ্যপ্রদেশে

(ঘ) পশ্চিমবঙ্গে

উত্তরঃ (গ) মধ্যপ্রদেশে


প্রশ্নঃ পরম ভাগবত কার উপাধি? -

(ক) সমুদ্রগুপ্ত

(খ) প্রথম চন্দ্রগুপ্ত

(গ) কুমারগুপ্ত

(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

উত্তরঃ (ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


প্রশ্নঃ সি ফর্মুলা কে প্রত্যাখ্যান করেন -

(ক) মহম্মদ আলি জিন্নাহ

(খ) সৌকত আলি

(গ) রহমৎ আলি

(ঘ) ফজলুল হক

উত্তরঃ (ক) মহম্মদ আলি জিন্নাহ


প্রশ্নঃ ভারতের অস্পৃশ্যতা দূরীকরণ কোন্‌ ধারায় বর্ণিত আছে? -

(ক) অনুচ্ছেদ - ১৪

(খ) অনুচ্ছেদ - ১৭

(গ) অনুচ্ছেদ - ১৯

(ঘ) অনুচ্ছেদ - ২২

উত্তরঃ (খ) অনুচ্ছেদ - ১৭


প্রশ্নঃ সাদা ডানাযুক্ত হাঁস সংরক্ষণের জাতীয় উদ্যানটি রয়েছে -

(ক) উত্তরাখন্ডে

(খ) পশ্চিমবঙ্গে

(গ) উত্তরপ্রদেশে

(ঘ) অসমে

উত্তরঃ (ঘ) অসমে


প্রশ্নঃ ঘোড়ার আদি পূর্বপুরুষ কোন্‌টি? -

(ক) ইকুয়াস

(খ) ইওহিপ্পাস

(গ) মেসোহিপ্পাস

(ঘ) প্লায়োহিপ্পাস

উত্তরঃ (খ) ইওহিপ্পাস


প্রশ্নঃ গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কী? -

(ক) গোলাকার ও ক্ষুদ্র মূল

(খ) শাঙ্কবাকৃতি ও কোনো ক্ষুদ্র মূল নেই

(গ) শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল

(ঘ) নির্দিষ্ট কোনো আকার নেই ও কোনো ক্ষুদ্র মূল নেই

উত্তরঃ (গ) শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল


প্রশ্নঃ নীম্নের কাকে Angel of Death বলা হয়? -

(ক) ফ্লোরেন্স নাইটিংগেল

(খ) বেনিটো মুসোলিনি

(গ) জোসেফ মেঙ্গেল

(ঘ) সরোজিনী নাইডু

উত্তরঃ (গ) জোসেফ মেঙ্গেল


প্রশ্নঃ যোগ্যতমের উদবর্তন কথাটির সমর্থক কে? -

(ক) স্পেনসার

(খ) ডি-ভ্রিস

(গ) ল্যামার্ক

(ঘ) ডারউইন

উত্তরঃ (ঘ) ডারউইন


প্রশ্নঃ উটের লোহিত কোণিকা দেখতে কেমন? -

(ক) গোলাকার নিউক্লিয়সবিহীন

(খ) ডিম্বাকার নিউক্লিয়সবিহীন

(গ) ডিম্বাকার নিউক্লিয়সযুক্ত

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) ডিম্বাকার নিউক্লিয়সযুক্ত


প্রশ্নঃ নীচের কোন্‌ প্রাণীর হৃৎপিন্ড একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত? -

(ক) পক্ষী

(খ) সরীসৃপ

(গ) ব্যাঙ

(ঘ) মাছ

উত্তরঃ (ঘ) মাছ


প্রশ্নঃ টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? -

(ক) পোলো

(খ) রাগবি

(গ) বিলিয়ার্ডস

(ঘ) ব্যাডমিন্টন

উত্তরঃ (ঘ) ব্যাডমিন্টন


প্রশ্নঃ "জ্ঞানের জাহাজ" কাকে বলা হয়? -

(ক) মৃত্যুঞ্জ্য বিদ্যালঙ্কর

(খ) রামসুন্দর ত্রিবেদী

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (খ) রামসুন্দর ত্রিবেদী


প্রশ্নঃ কোন্‌ খেলোয়াড়ের ডাকনাম ফ্লাইং ফিন? -

(ক) জোসেফ গালিমোট

(খ) এডভিন ওয়াইড

(গ) পোভো নুর্মি

(ঘ) ভিলিরীটি

উত্তরঃ (গ) পোভো নুর্মি


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী -

(ক) মহানন্দা

(খ) সুবর্ণরেখা

(গ) দামোদর

(ঘ) তিস্তা

উত্তরঃ (গ) দামোদর


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close