ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 787
বিভাগ - খ
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও ঃ
Download History App : Madhyamik History Suggestion 2022
প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে
উপবিভাগ ঃ ২.১
২.১.১ সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?
উত্তরঃ জীবনের ঝরাপাতা
২.১.২ কাকে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ হরিনাথ মজুমদার
২.১.৩ 'ভারতমাতা' ছবিটি কার আঁকা?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
২.১.৪ কে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন?
উত্তরঃ দুর্জন সিংহ
উপবিভাগ ঃ ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো ঃ
২.২.১ ইতিহাসচর্চার খাদ্যাভ্যাসের বিবর্তনের কোনো গুরুত্ব নেই।
উত্তরঃ ভুল
২.২.২ ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি।
উত্তরঃ ঠিক
২.২.৩ 'অরণ্য আইন' অনুসারে বনভূমীকে চারভাগে ভাগ করা হয়েছিল।
উত্তরঃ ভুল
২.২.৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি।
উত্তরঃ ভুল
উপবিভাগ ঃ ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
Download History App : Madhyamik History Suggestion 2022
উপবিভাগ ঃ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ
২.৪.১ ভারতীয় ফুটবলের একটি প্রাণকেন্দ্র - কলকাতা
২.৪.২ নীল বিদ্রোহের একটি কেন্দ্র - ঝাঁসি
২.৪.৩ সন্ন্যাসী - ফকির বিদ্রোহের এলাকা
২.৪.৪ বাংলা ছাপাখানার পথিকৃৎ - শ্রীরামপুর
উপবিভাগঃ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করোঃ
২.৫.১ বিবৃতিঃ সাম্প্রতিক ইতিহাস চর্চার প্রযুক্ত ও বিজ্ঞানের ইতিহাস গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১ ঃ আধুনিক যুগ হল পযুক্তি ও বিজ্ঞানের যুগ।
ব্যাখ্যা ২ঃ প্রযুক্তি ও বিজ্ঞানের কীভাবে ক্রমোন্নতি ঘটেছে তা জানা যায়।
ব্যাখ্যা ৩ ঃ প্রযুক্তি ও বিজ্ঞান মানুষকে প্রভাবিত করছে।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ আধুনিক যুগ হল পযুক্তি ও বিজ্ঞানের যুগ।
২.৫.২ বিবৃতি ঃ বামাবোধিনী স্ত্রীজাতির উন্নতিকল্পে প্রকাশিত হয়।
ব্যাখ্যা ১ ঃ শিক্ষিত নারীরা কেউ কেউ এই পত্রিকা পাঠ করতেন।
ব্যাখ্যা ২ ঃ অল্প শিক্ষিত নারীরাও এর দ্বারা উপকৃত হতেন।
ব্যাখ্যা ৩ ঃ নারী শিক্ষা ছিল তখন অবহেলিত।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ নারী শিক্ষা ছিল তখন অবহেলিত।
২.৫.৩ বিবৃতি ঃ বাংলার সামাজিক উন্নয়নে ব্রাহ্মসমাজের অগ্রণী ভূমিকা ছিল।
ব্যাখ্যা ১ ঃ ব্রাহ্ম সমাজের মানুষেরা শিক্ষিত ছিলনে।
ব্যাখ্যা ২ ঃ ব্রাহ্মণদের কর্মকান্ডের সাধারণের মধ্যে আলোড়ন পড়েছিল।
ব্যাখ্যা ৩ ঃ কুসংস্কারাচ্ছান্ন সামাজিক কাঠামোয় জোরালো আঘাত হেনেছিল ব্রাহ্মসমাজ।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কুসংস্কারাচ্ছান্ন সামাজিক কাঠামোয় জোরালো আঘাত হেনেছিল ব্রাহ্মসমাজ।
২.৫.৪ বিবৃতি ঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার।
ব্যাখ্যা ১ঃ 'আনন্দমঠ' উপন্যাস ছিল একটি সাম্প্রদায়িক উপন্যাস।
ব্যাখ্যা ২ঃ 'আনন্দমঠ' উপন্যাস হিসাবে খুবই নিকৃষ্টমানের ছিল।
ব্যাখ্যা ৩ ঃ 'আনন্দমঠ' উপন্যাস শিক্ষিত মানসে জাতীয় চেতনা জাগ্রত করেছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ 'আনন্দমঠ' উপন্যাস শিক্ষিত মানসে জাতীয় চেতনা জাগ্রত করেছিল।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ