LightBlog
Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 809 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 809 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 809


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১ 'City of Dreams' বলা হয় -

(ক) কলকাতা

(খ) দিল্লী

(গ) বম্বে

(ঘ) লখনউ

উত্তরঃ (গ) বম্বে


১.২ প্রথম 'ই কো ডে' পালিত হয় -

(ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে


১.৩ কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা পায় -

(ক) ১৯৯৬ খ্রিস্টাব্দে

(খ) ১৯৯৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৯৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৯৬ খ্রিস্টাব্দে


১.৪ 'সেদিনের কথা' এই আত্মজীবনীটির লেখক হলেন -

(ক)  সুরেন্দ্রনাথ ব্যানার্জি

(খ) জওহরলাল নেহেরু

(গ) মনিকুন্তলা সেন

(ঘ) নীরদচন্দ্র চৌধুরী

উত্তরঃ (গ) মনিকুন্তলা সেন


১.৫ বামা বোধিনীর 'বামা' হলেন আসলে -

(ক) বিধবারা

(খ) বালিকারা

(গ) নববিবাহিতরা

(ঘ) সমগ্র নারীজাতি

উত্তরঃ (ঘ) সমগ্র নারীজাতি


১.৬ 'গ্রামবার্ত্তা প্রকাশিকার' প্রথম সম্পাদক ছিলেন -

(ক কাঙাল হরিনাথ

(খ) দীনবন্ধু মিত্র

(গ) মধুসূদন দত্ত

(ঘ) দ্বারকানাথ গাঙ্গুলী

উত্তরঃ (ক কাঙাল হরিনাথ


১.৭ কলকাতা মেডিকেল কলেজ তৈরী হয় -

(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে


১.৮ 'নীলদর্পন' নাটকটি ইংরেজি অনুবাদ করেছিলেন -

(ক) জেমস লং

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (ক) জেমস লং


১.৯ ঔপনিবেশিক অরন্য আইনে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল -

(ক) জমিদাররা

(খ) কৃষককূল

(গ) আদিবাসী সম্প্রদায়

(ঘ) ব্রিটিশ কোম্পানী

উত্তরঃ (গ) আদিবাসী সম্প্রদায়


১.১০ 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন -

(ক) হরিশচন্দ্র মুখার্জি

(খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) প্রসন্নকুমার ঠাকুর

উত্তরঃ (ক) হরিশচন্দ্র মুখার্জি


Download History App : Madhyamik History Suggestion 2022


১.১১ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল -

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে


১.১২ 'হুল' কথার অর্থ হল -

(ক) সংঘর্ষ

(খ) বিদ্রোহ

(গ) যুদ্ধ

(ঘ) উন্থান

উত্তরঃ (খ) বিদ্রোহ


১.১৩ মহারাণী ভিক্টোরিয়া 'ভারত সাম্রাজী' উপাধি পান -

(ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৮৭৭ খ্রিস্টাব্দে)


১.১৪ যে উপন্যাসে 'বন্দেমাতরম' সংগীতটি আছে তা হল -

(ক) গোরা

(খ) আনন্দমঠ

(গ) দেবী চৌধুরাণী

(ঘ) নীলদর্পণ

উত্তরঃ (খ) আনন্দমঠ


১.১৫ 'শাহেনশা-ই-হিন্দুস্থান' বলা হত -

(ক) দ্বিতীয় বাহাদুর শাহকে

(খ) প্রথম বাহাদুর শাহকে

(গ) বাবরকে

(ঘ) আকবরকে

উত্তরঃ (ক) দ্বিতীয় বাহাদুর শাহকে


১.১৬ 'এইটিন ফিফটি সেভেন' গ্রন্থটির রচয়িতা হলেন -

(ক) সুরেন্দ্রনাথ সেন

(খ) সুরেশচন্দ্র মজুমদার

(গ) রমেশচন্দ্র মজুমদার

(ঘ) আশোক মেহতা

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ সেন


১.১৭ 'সন্দেশ' পত্রিকাটি প্রকাশিত হয় যে ছাপাখানা থেকে তা হল -

(ক) যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি

(খ) রায় এন্ড সন্স

(গ) হিন্দুস্থান প্রেস

(ঘ) সংস্কৃত প্রেস

উত্তরঃ (খ) রায় এন্ড সন্স


১.১৮ রবীন্দ্রনাথ ঠাকুরের দোতলা বাড়ি 'দেহলি' এখন পরিচিত -

(ক) মৃণালিনী আনন্দ পাঠশালা নামে

(খ) উপাসনা মন্দির নামে

(গ) সত্যকুটির নামে

(ঘ) মহুয়াবাড়ি নামে

উত্তরঃ (ক) মৃণালিনী আনন্দ পাঠশালা নামে


১.১৯ 'বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের মর্যাদা লাভ করে -

(ক) ১৯৫১ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৫১ খ্রিস্টাব্দে


১.২০ 'আলালের ঘরের দুলাল' -এর লেখক হলেন -

(ক) প্যারিচাঁদ মিত্র

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) সুকুমার রায়

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (ক) প্যারিচাঁদ মিত্র


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close