ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
BENGALI
PAGE - 383
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion
১.১ তপনকুমার রায়ের লেখা গল্পটির নাম -
(ক) প্রথম গল্প
(খ) নিজস্ব অভিজ্ঞতা
(গ) প্রথম দিন
(ঘ) নিজের লেখা
উত্তরঃ (গ) প্রথম দিন
১.২ এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন -
(ক) পাঁচদিন
(খ) চারদিন
(গ) ছয়দিন
(ঘ) সাতদিন
উত্তরঃ (ঘ) সাতদিন
১.৩ "ইহারই কোন্ অতল তলে লুকানো আছে তাহার।" -
(ক) ক্ষীণ প্রাণশক্তিটুকু
(খ) অদম্য আগ্রহটুকু
(গ) সীমাহীন প্রাণশক্তি
(ঘ) অসীম প্রাণশক্তি
উত্তরঃ (ক) ক্ষীণ প্রাণশক্তিটুকু
১.৪ দিনের অন্তিমকাল ঘোষণা করল -
(ক) অশুভ ধ্বনিতে
(খ) শুভ ধ্বনিতে
(গ) দাম্ভিক কন্ঠে
(ঘ) গর্বিত কন্ঠে
উত্তরঃ (ক) অশুভ ধ্বনিতে
১.৫ "অভিষেক করিলা কুমারে।" - কীভাবে -
(ক) মন্ত্রপাঠ করে
(খ) গঙ্গোদক দিয়ে
(গ) আগ্নেয়াস্ত্র দিয়ে
(ঘ) দধিদুগ্ধ দিয়ে
উত্তরঃ (খ) গঙ্গোদক দিয়ে
১.৬ 'অসুখী' একজন কবিতাটির অনুবাদক -
(ক) উৎপলকুমার বসু
(খ) নবারুণ ভট্টাচার্য
(গ) অর্ঘ্যকুসুম দত্তরায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) নবারুণ ভট্টাচার্য
১.৭ পালকের কলমের ইংরেজি নাম -
(ক) হুইল
(খ) কুইল
(গ) উইং
(ঘ) ডেইন
উত্তরঃ (খ) কুইল
১.৮ লেখক ফাউন্টেন পেন কিনতে যান -
(ক) কলেজ স্ট্রিটে
(খ) পার্ক স্ট্রিটে
(গ) আমহার্স্ট স্ট্রিটে
(ঘ) মির্জাগালিব স্ট্রিটে
উত্তরঃ (ক) কলেজ স্ট্রিটে
১.৯ 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে সবচেয়ে দামি কলম -
(ক) এক হাজার
(খ) দুই হাজার
(গ) তিন হাজার
(ঘ) আড়াই হাজার পাউন্ডের
উত্তরঃ (ঘ) আড়াই হাজার পাউন্ডের
১.১০ আনন্দে মন ভরে গেল - 'আনন্দ' পদটি হল -
(ক) হেতুময় করণ
(খ) যন্ত্রাত্মক করণ
(গ) উপয়াত্মক করণ
(ঘ) উপলক্ষণাত্মক করণ
উত্তরঃ (ক) হেতুময় করণ
১.১১ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় -
(ক) সমাস
(খ) অকারক
(গ) কারক
(ঘ) সন্ধি
উত্তরঃ (গ) কারক
১.১২ শীত গেলে বসন্ত আসে - রেখাঙ্কিত পদটি -
(ক) অনুক্ত কর্তা
(খ) নিরপেক্ষ কর্তা
(গ) প্রযোজক কর্তা
(ঘ) প্রযোজ্য কর্তা
উত্তরঃ (খ) নিরপেক্ষ কর্তা
১.১৩ অনুসর্গ মাত্রেই -
(ক) প্রত্যয়
(খ) ধাতু
(গ) সর্বনাম
(ঘ) অব্যয়
উত্তরঃ (ঘ) অব্যয়
১.১৪ বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য পায় -
(ক) পূর্বপদের
(খ) পরপদের
(গ) অন্যপদের
(ঘ) উভয় পদের
উত্তরঃ (গ) অন্যপদের
১.১৫ উপনগরী সমাসটি গড়ে উঠেছে -
(ক) সাদৃশ্য অর্থে
(খ) সামীপ্য অর্থে
(গ) পশ্চাৎ অর্থে
(ঘ) বীপ্সা অর্থে
উত্তরঃ (খ) সামীপ্য অর্থে
১.১৬ 'রামদাস আর কোনো প্রশ্ন করিল না' - নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ -
(ক) তৎপুরুষ
(খ) দ্বন্ধ
(গ) দ্বিগু
(ঘ) কর্মধারয়
উত্তরঃ (ক) তৎপুরুষ
১.১৭ যাকে তুলনা করা হয় তাকে বলে -
(ক) উপমান
(খ) উপমা
(গ) উপমিত
(ঘ) সাধারণ ধর্ম
উত্তরঃ (গ) উপমিত
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ