LightBlog
Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 405 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page 405 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

BENGALI 

PAGE - 405


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


Bengali Suggestion App : Madhyamik Bengali Suggestion


১.১ 'জ্ঞানচক্ষু' গল্পটি গৃহীত হয়েছে -

(ক) ইজ্জত

(খ) কুমকুম

(গ) ক্যাকটাস

(ঘ) বকুলকথা গল্প সংকলন থেকে

উত্তরঃ (খ) কুমকুম


১.২ সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন -

(ক) ডাক্তার

(খ) শিক্ষক

(গ) পুলিশ

(ঘ) কেরানি

উত্তরঃ (ক) ডাক্তার


১.৩ 'হরিদার জীবনের ঘরটা ছিল' - 

(ক) বড়ো

(খ) ছোটো

(গ) মাঝারি

(ঘ) অত্যন্ত খোলামেলা

উত্তরঃ (খ) ছোটো


১.৪ যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম' - ঝুলন্ত বিছানা ছিল -

(ক) উঠোনে

(খ) বাগানে

(গ) বারান্দায়

(ঘ) মাঠে

উত্তরঃ (গ) বারান্দায়


১.৫ কাছে দূরে ছড়ানো রয়েছে -

(ক) ঘরবাড়ি

(খ) টাকা পয়সা

(গ) জিনিসপত্র

(ঘ) শিশুদের শব

উত্তরঃ (ঘ) শিশুদের শব


১.৬ 'কহিলা কাঁদিয়া ধনি' - বাক্যটিতে 'ধনি' অর্থে বোঝানো হয়েছে -

(ক) বৃদ্ধা

(খ) যুবতী

(গ) সুন্দরী রমণী

(ঘ) রাক্ষস রমণী

উত্তরঃ (গ) সুন্দরী রমণী


১.৭ 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' - লিখেছিলেন -

(ক) বঙ্কিমচন্দ্র 

(খ) শ্রীপান্থ

(গ) শরৎচন্দ্র

(ঘ) রবীন্দ্রনাথ

উত্তরঃ (ক) বঙ্কিমচন্দ্র 


১.৮ খাঁটি বাংলায় বিভক্তিশূন্য পদ কোন্‌টি -

(ক) সম্বন্ধপদ

(খ) অব্যয়পদ

(গ) ক্রিয়াপদ

(ঘ) সম্বোধন পদ

উত্তরঃ (খ) অব্যয়পদ


১.৯ 'পলান্ন' পদটির ব্যাসবাক্য হল -

(ক) পল ও অন্ন

(খ) পলের নিমিত্ত অন্ন

(গ) পল মিশ্রিত অন্ন

(ঘ) পলের ন্যায় অন্ন

উত্তরঃ (গ) পল মিশ্রিত অন্ন


১.১০ 'শ্রীপান্থ' ছদ্মনামে লিখেছেন -

(ক) অন্নদাশঙ্কর  রায়

(খ) নিখিল সরকার

(গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়

(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃ (খ) নিখিল সরকার


১.১১ 'গড়তে জানে সে চিরসুন্দর' - রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ -

(ক) ব্যাপ্তি তৎপুরুষ

(খ) কর্ম তৎপুরুষ

(গ) করণ তৎপুরুষ

(ঘ) সম্বন্ধ তৎপুরুষ

উত্তরঃ (ক) ব্যাপ্তি তৎপুরুষ


১.১২ নিত্য সমাসের উদাহরণ -

(ক) গায়ে হলুদ

(খ) ঘরমাজাই

(গ) দেশান্তর

(ঘ) বেহায়া

উত্তরঃ (গ) দেশান্তর


১.১৩ চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ -

(ক) ছয় টাকা

(খ) সাত টাকা

(গ) আট টাকা

(ঘ) দশ টাকা

উত্তরঃ (খ) সাত টাকা


১.১৪ 'চাঁদমুখ' সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করলে হয় -

(ক) উপমান কর্মধারয়

(খ) রূপক কর্মধারয়

(গ) উপমিত কর্মধারয়

(ঘ) নতুন পদ

উত্তরঃ (গ) উপমিত কর্মধারয়


১.১৫ 'নির্দেশক' নির্দেশ করে -

(ক) লিঙ্গ

(খ) বচন

(গ) পুরুষ

(ঘ) কারক সম্বন্ধ

উত্তরঃ (খ) বচন


১.১৬ কাঁপিল লঙ্কা' - লঙ্কা কোন কারক -

(ক) কর্তৃকারক

(খ) সম্বন্ধপদ

(গ) কর্মকারক

(ঘ) সম্বোধন

উত্তরঃ (গ) কর্মকারক


১.১৭ পঞ্চ আনন যার = পঞ্চানন - যে সমাসের উদাহরণ 

(ক) বহুব্রীহি

(খ) নিত্যসমাস

(গ) দ্বিগুসমাস

(ঘ) দ্বন্ধসমাস

উত্তরঃ (ক) বহুব্রীহি

 

অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close