ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022
BENGALI
PAGE - 115
PART - B
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
১.১ 'আসল বাদাটার খোঁজ করা হয় না উচ্ছবের।" - কারণ
(ক) উচ্ছব পাগল হয়ে গিয়েছিল
(খ) উচ্ছবকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল
(গ) উচ্ছব পথ হারিয়ে ফেলেছিল
(ঘ) উচ্ছব মারা গিয়েছিল
উত্তরঃ (খ) উচ্ছবকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল
১.২ "উনি আমার পতি দেবতা" - এখানে 'উনি' হলনে -
(ক) ব্রহ্মা
(খ) বিষ্ণু
(গ) শিব
(ঘ) শ্রীকৃষ্ণ
উত্তরঃ (গ) শিব
১.৩ "সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি' - 'সেবার সময়ের কথা বলা হয়েছে
(ক) শীতের
(খ) বর্ষার
(গ) শরতের
(ঘ) গ্রীষ্মের
উত্তরঃ (ক) শীতের
১.৪ করিম ফরাজি একদা ছিল -
(ক) পেশাদার কুস্তিগির
(খ) পেশাদার লাঠিয়াল
(গ) পেশাদার বন্দুকবাজ
(ঘ) পেশাদার ডাকাত
উত্তরঃ (খ) পেশাদার লাঠিয়াল
১.৫ বাসিনীর মনিববাড়ির বড়োকর্তার বয়স হয়েছিল -
(ক) বিরাশি বছর
(খ) আশি বছর
(গ) চুরাশি বছর
(ঘ) তিরাশি বছর
উত্তরঃ (ক) বিরাশি বছর
১.৬ 'বিভাব' নাটকটির রচয়িতা হলেন -
(ক) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
(খ) শম্ভু মিত্র
(গ) অমর গাঙ্গুলি
(ঘ) তৃপ্তি মিত্র
উত্তরঃ (খ) শম্ভু মিত্র
অথবা, 'নানা রঙের দিন' নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে প্রবেশ করেছিলেন -
(ক) ঔরঙ্গজেবের পোশাক পরে
(খ) সাজাহানের পোশাক পরে
(গ) সন্ন্যাসীর পোশাক পরে
(ঘ) দিলদারের পোশাক পরে
উত্তরঃ (ঘ) দিলদারের পোশাক পরে
১.৭ 'রাজা রথারোহনম নাটয়তি' - এর অর্থ হল -
(ক) রাজা রথে আরোহন করলেন
(খ) রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন
(গ) রাজা রথ থেকে নামলেন
(ঘ) রথে চড়ে যুদ্ধ যাত্রা করলেন
উত্তরঃ (খ) রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন
অথবা, 'A horse! A horse! My kingdom for a horse!" - এটি কোন্ নাটকের সংলাপ
(ক) ম্যাকবেথ
(খ) জুলিয়াস সিজার
(গ) ওথেলো
(ঘ) রিচার্ড দ্য থার্ড
উত্তরঃ (ঘ) রিচার্ড দ্য থার্ড
১.৮ 'হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেন নি।" - কেননা
(ক) ইংরেজিতে তেরো পেয়েছিলাম
(খ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
(গ) বাংলায় তেরো পেয়েছিলাম
(ঘ) অঙ্কে তেরো পেয়েছিলাম
উত্তরঃ (খ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
অথবা, 'চলো এবার বিয়ে করি আমরা..." - রজনীর এই প্রস্তাবে তার প্রেমিকা যে শর্ত দিয়েছিল -
(ক) মদ খাওয়া ছেড়ে দাও
(খ) আফিং খাওয়া ছেড়ে দাও
(গ) থিয়েটার করা ছেড়ে দাও
(ঘ) রাজনীতি ছেড়ে দাও
উত্তরঃ (গ) থিয়েটার করা ছেড়ে দাও
১.৯ "রূপনারানের কূলে" কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া, সেটি হল -
(ক) রোগশয্যায়
(খ) আরোগ্য
(গ) শেষসপ্তক
(ঘ) শেষলেখা
উত্তরঃ (ঘ) শেষলেখা
১.১০ "ঘুমহীন তাদের চোখে হানা দেয়" - যা হানা দেয় তা হলো -
(ক) ধুলোর কলঙ্ক
(খ) একরাশ স্বপ্ন
(গ) ক্লান্ত দুঃস্বপ্ন
(ঘ) সমুদ্রের দীরঘশ্বাস
উত্তরঃ (গ) ক্লান্ত দুঃস্বপ্ন
১.১১ 'গাছ আনো বাগানে বসাও।' - কেননা
(ক) মন সবুজ বাগান চায়
(খ) প্রাণ সবুজ বাগান চায়
(গ) আত্মা সবুজ বাগান চায়
(ঘ) দেহ সবুজ বাগান চায়
উত্তরঃ (ঘ) দেহ সবুজ বাগান চায়
১.১২ "গলদের নিপাত করেছিল" - কে?
(ক) সিজার
(খ) আলেকজান্ডার
(গ) ফিলিপ
(ঘ) ফ্রেডারিক
উতরঃ (ক) সিজার
অথবা, "ঠিক হল ট্রেনটা থামানো হবে।" - এমন সিদ্ধান্তের কারণ হল -
(ক) কয়েদিদের খাবার দেওয়া হবে
(খ) কয়েদিদের জল দেওয়া হবে
(গ) কয়েদিদের ছেড়ে দেওয়া হবে
(ঘ) কয়েদিদের জল দেওয়া হবে
উত্তরঃ (ক) কয়েদিদের খাবার দেওয়া হবে
১.১৩ "আমি তো চললুম - আবার দেখা হয় কিনা কে জানে" - যে নাটকের সংলাপ
(ক) পথিক
(খ) সাজাহান
(গ) নবান্ন
(ঘ) সেবার পতন
উত্তরঃ (ক) পথিক
অথবা, "উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন?" বক্তা -
(ক) রজনী চাটুজ্জে
(খ) কালীনাথ
(গ) রজনী পোদ্দার
(ঘ) কালীনাথ ঘোষ
উত্তরঃ (ক) রজনী চাটুজ্জে
১.১৪ "ইন্ডিয়ান অ্যাকাডেমি অব আর্ট" -এর প্রতিষ্ঠাতা হলেন -
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) যামিনী রায়
(গ) নন্দলাল বসু
(ঘ) হেমেন্দ্রনাথ মজুমদার
উত্তরঃ (ঘ) হেমেন্দ্রনাথ মজুমদার
১.১৫ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোন্টি?
(ক) রাজা হরিশ্চচন্দ্র
(খ) বিথ মঙ্গল
(গ) রত্নাবলী
(ঘ) সরলা
উত্তরঃ (ক) রাজা হরিশ্চচন্দ্র
১.১৬ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন -
(ক) উইলিয়ায়ম কেরি
(খ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়
(গ) স্যার উইলিয়াম জোন্স
(ঘ) নোয়াম চমস্কি
উত্তরঃ (গ) স্যার উইলিয়াম জোন্স
১.১৭ বিখ্যাত কুস্তিগীর গোবর গুহ-র প্রকৃত নাম -
(ক) অম্বিকাচরণ গুহ
(খ) রামচরণ গুহ
(গ) যতীন্দ্রচরণ গুহ
(ঘ) ক্ষেত্রমোহন গুহ
উত্তরঃ (গ) যতীন্দ্রচরণ গুহ
১.১৮ 'যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটি -
(ক) সরল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) জটিল বাক্য
উত্তরঃ (ঘ) জটিল বাক্য
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ