Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 102
Type Here to Get Search Results !

Higher Secondary Bengali Class 12 ABTA Test Papers 2021-2022 Page 102

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 102


PART - B


১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ


১.১ 'ল' ধ্বনিটি -

(ক) পার্শ্বিক ধবনি

(খ) নাসিক্য ধ্বনি

(গ) কম্পিত ধ্বনি

(ঘ) উষ্ম ধ্বনি

উত্তরঃ


১.২ 'তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন -

(ক) স্যার উইলিয়াম জোনস

(খ) উইলিয়াম কেরি

(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(ঘ) সুকুমার রায়

উত্তরঃ


১.৩ কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম -

(ক) জলপাই কাঠের এসরাজ

(খ) ঝরাপালক

(গ) সোনার তরী

(ঘ) সোনার মাছি খুন করেছি

উত্তরঃ


১.৪ 'অবসন্ন মানুষের শরীরে দেখি' - 

(ক) ধুলোর কলঙ্ক

(খ) অপমানের কলঙ্ক

(গ) পোড়া দাগ

(ঘ) চাঁদের কলঙ্ক

উত্তরঃ


 ১.৫ 'ছিন্নভিন্ন দেহ' পাওয়া গেছে যে মেয়েটির, সে -

(ক) পথ হারিয়েছিল

(খ) নিখোঁজ ছিল

(গ) খেলতে গিয়েছিল

(ঘ) পালিয়ে গিয়েছিল

উত্তরঃ


১.৬ বড়ো বাড়িতে মেজো আর ছোটো ছেলের জন্য বারোমাস যে চাল রান্না হয় -

(ক) ঝিঞেশাল

(খ) রামশাল

(গ) পদ্মজালি

(ঘ) কনকপানি

উত্তরঃ


১.৭ 'হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল' - দৃশ্যটি হল -

(ক) হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে

(খ) হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছে

(গ) বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছে

(ঘ) মুসলমানপাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে

উত্তরঃ


১.৮ 'সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি' - সেবার বলতে যে সময়ের কথা বলা হয়েছে -

(ক) শীতের

(খ) বর্ষার

(গ) শরতের

(ঘ) গ্রীষ্মের

উত্তরঃ


১.৯ 'আসল বাদাটার খোঁজ করা হয় না উচ্ছবের' - কারণ -

(ক) উচ্ছব পাগল হয়ে গিয়েছিল

(খ) উচ্ছব পথ হারিয়েছিল

(গ) উচ্ছব মারা গিয়েছিল

(ঘ) উচ্ছবকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল

উত্তরঃ


১.১০ বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল?

(ক) চিঁড়ে

(খ) মুড়ি

(গ) বাতাসা

(ঘ) ছাতু

উত্তরঃ


১.১১ 'গলদের' নিপাত করেছিল -

(ক) আলেকজান্ডার

(খ) সিজার

(গ) দ্বিতীয় ফ্রেডরিক

(ঘ) হিটলার

উত্তরঃ


অথবা, 'ঠিক হল, ট্রেনটা থামানো হবে।' - এমন সিন্ধান্তের কারণ হল -

(ক) কয়েদিদের খাবার দেওয়া হবে

(খ) কয়েকদিদের জল দেওয়া হবে

(গ) কয়েকদিদের ছেড়ে দেওয়া হবে

(ঘ) কয়েদিদের শাস্তি দেওয়া হবে

উত্তরঃ


১.১২ রাজনীকান্ত কোন্‌ ঐতিহাসিক চরিত্রের পোশাক ফাঁকা মঞ্চে প্রবেশ করেন?

(ক) ঔরঙ্গজেবের

(খ) দিলদারের

(গ) মহম্মদের 

(ঘ) সাজাহানের

উত্তরঃ


অথবা, 'হেড পন্ডিত স্কুলে আমাকে প্রোমোশন দেননি' - কেননা -

(ক) ইংরেজিতে তেরো পেয়েছিলাম

(খ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম

(গ) বাংলায় তেরো পেয়েছিলাম

(ঘ) অঙ্কে তেরো পেয়েছিলাম

উত্তরঃ


১.১৩ রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারের আসার আগে চাকুরি করতেন -

(ক) পুলিশে 

(খ) ডাক বিভাগে

(গ) জাহাজে

(ঘ) কলেজে

উত্তরঃ


অথবা, 'হ্যাঁ বল্লভভাই বলে গেছেন -'

(ক) বাঙালিরা আড্ডাবাজ

(খ) বাঙালিরা সংস্কৃতি মনস্ক

(গ) বাঙালিরা উদার

(ঘ) বাঙালিরা কাঁদুনে জাত

উত্তরঃ


১.১৪ 'পরদা খুললে দেখা যায়...।'

(ক) মঞ্চ ফাঁকা

(খ) মঞ্চ অন্ধকার

(গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

(ঘ) মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে

উত্তরঃ


১.১৫ গাছের সবুজটুকু শরীরে দরকার -

(ক) রোগীর জন্য

(খ) রোগের জন্য

(গ) আরোগ্যের জন্য

(ঘ) শান্তির জন্য

উত্তরঃ


অথবা, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজো শোনা যায় -

(ক) চাল চাই, কাপড় চাই

(খ) অন্ন চাই, গৃহ চাই

(গ) ফ্যান চাই, ভাই চাই

(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ


১.১৬ 'বিভাব' নাটকটির অনুপ্রেরণা হল -

(ক) জাপানি কাবুকি নাটক

(খ) রবীন্দ্রনাঠের নাটক

(গ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক

(ঘ) দীনবন্ধু মিত্রের নাটক

উত্তরঃ


অথবা, 'শাহাজানি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?' - কোন্‌ নাটকের সংলাপ?

(ক) জনা

(খ) মেবার পতন

(গ) রিজিয়া

(ঘ) নূরজাহান

উত্তরঃ


১.১৭ 'বেঙ্গল ক্যামিক্যালস' -এর প্রতিষ্ঠাতা -

(ক) প্রফুল্লচন্দ্র রায়

(খ) মেঘনাদ সাহা

(গ) সত্যেন্দ্রনাথ বসু

(ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য

উত্তরঃ


১.১৮ বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা 'মধ্যযুগের সন্তগণ' ছবিটির স্রষ্টা -

(ক) নন্দলাল বসু

(খ) বিনোদবিহারী মুখোপাধ্যায়

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দেবীপ্রসাদ রায়চৌধুরী

উত্তরঃ


১.১৯ 'উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর - হল -

(ক) বালুরঘাট

(খ) শিলিগুড়ি

(গ) জলপাইগুড়ি

(ঘ) কোচবিহার

উত্তরঃ


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close