Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন -
(ক) ক্যাবিনেট-এর দ্বারা
(খ) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দ্বারা
(গ) রাষ্ট্রপতির দ্বারা
(ঘ) প্রধানমন্ত্রী দ্বারা
উত্তরঃ (খ) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দ্বারা
প্রশ্নঃ নীচের কন্টি ডিএনএ যুক্ত ভাইরাস? -
(ক) বসন্ত
(খ) এডস
(গ) ইনফ্লুয়েঞ্জা
(ঘ) পোলিও
উত্তরঃ (ক) বসন্ত
প্রশ্নঃ কানাডার জাতীয় খেলা কী? -
(ক) ফুটবল
(খ) আইস হকি
(গ) ষাঁড়ের লড়াই
(ঘ) রাগবি
উত্তরঃ (খ) আইস হকি
প্রশ্নঃ কোন্ ভারতীয় বোলার এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন টেস্ট ক্রিকেটে? -
(ক) জাহির খান
(খ) অনিল কুম্বলে
(গ) হরভজন সিং
(ঘ) কপিল দেব
উত্তরঃ (খ) অনিল কুম্বলে
প্রশ্নঃ কোন্ শহরকে ভারতের রোম বলা হয়? -
(ক) দিল্লি
(খ) মুম্বাই
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) জম্মু-কাশ্মীর
উত্তরঃ (ক) দিল্লি
প্রশ্নঃ কোন্ দেশের আদালতে ভারতের জিএসটি চালু হয়? -
(ক) কানাডা
(খ) রাশিয়া
(গ) আমেরিকা
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (ক) কানাডা
প্রশ্নঃ ইউরোপের দীরঘতম নদীর নাম কি? -
(ক) ইয়াংসিকিয়াং
(খ) নীপার
(গ) ভলগা
(ঘ) হেলমন্দ
উত্তরঃ (গ) ভলগা
প্রশ্নঃ সুবর্ণসিরি কোন্ নদীর উপনদী? -
(ক) সুবর্ণরেখা
(খ) ব্রহ্মপুত্র
(গ) যমুনা
(ঘ) গোদাবরী
উত্তরঃ (খ) ব্রহ্মপুত্র
প্রশ্নঃ স্বর্ণরেণু নদী কাকে বলা হয়? -
(ক) গঙ্গা
(খ) ইয়াংসিকিয়াং
(গ) হোয়াংহো
(ঘ) টেমস
উত্তরঃ (খ) ইয়াংসিকিয়াং
প্রশ্নঃ জোনহা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) ঝাড়খণ্ড
(গ) উড়িষ্যা
(ঘ) বিহার
উত্তরঃ (খ) ঝাড়খণ্ড
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়? -
(ক) আসাম
(খ) মধ্যপ্রদেশ
(গ) বিহার
(ঘ) হরিয়ানা
উত্তরঃ (ক) আসাম
প্রশ্নঃ রবার্ট হুক প্রথম কত সালে কোষ আবিষ্কার করেন? -
(ক) ১৬৬৪ সালে
(খ) ১৬৬৫ সালে
(গ) ১৬৬৬ সালে
(ঘ) ১৬৬৭ সালে
উত্তরঃ (খ) ১৬৬৫ সালে
প্রশ্নঃ মারে ডার্লিং কোন দেশের বিখ্যাত নদী? -
(ক) অস্ট্রেলিয়া
(খ) রাশিয়া
(গ) আমেরিকা
(ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ (ক) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ নীচের কোন যন্ত্রের সাহায্যে শহরে জল সরবরাহের প্রবাহের মান নির্ণয় করা হয়? -
(ক) কিলোমিটার
(খ) ভেনুচুরিমিটার
(গ) ম্যানোমিটার
(ঘ) ব্যারোমিটার
উত্তরঃ (খ) ভেনুচুরিমিটার
প্রশ্নঃ দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? -
(ক) ৩২
(খ) ৫৬
(গ) ৬২
(ঘ) ৬৪
উত্তরঃ (ঘ) ৬৪
প্রশ্নঃ বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে? -
(ক) বরাহমিহির
(খ) কৌটিল্য
(গ) অমরসিংহ
(ঘ) ব্রহ্মগুপ্ত
উত্তরঃ (ক) বরাহমিহির
প্রশ্নঃ চা পাতায় যে উপক্ষারটি পাওয়া যায় তা হল -
(ক) নিকোটিন
(খ) ডাটুরিন
(গ) থিইন
(ঘ) রাউলফিন
উত্তরঃ (গ) থিইন
প্রশ্নঃ লুসাই কোন অঞ্চলের উপজাতি? -
(ক) মিজোরাম
(খ) নাগাল্যান্ড
(গ) মনিপুর
(ঘ) ত্রিপুরা
উত্তরঃ (ঘ) ত্রিপুরা
প্রশ্নঃ কোন্ ধাতুর উপরে আলোক পড়লে তার রোধ কমে যায়? -
(ক) সেলেনিয়াম
(খ) লোহা
(গ) তামা
(ঘ) পারদ
উত্তরঃ (ক) সেলেনিয়াম
প্রশ্নঃ কোর্ডামা কোন খনিজ সম্পদের জন্য বিশ্ব বিখ্যাত? -
(ক) অভ্র
(খ) কয়লা
(গ) রাসায়নিক সার
(ঘ) তামা
উত্তরঃ (ক) অভ্র
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ