Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 17-02-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 17-02-2022/ Daily Current Affairs Today

 Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর


প্রশ্নঃ নিচের কোন দেশ বেসামরিক আকাশসীমায় ড্রোন ওড়াতে বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে? -

(ক) ইরাক

(খ) ইউক্রেন

(গ) ইজরায়েল

(ঘ) ইরান

উত্তরঃ (গ) ইজরায়েল


 প্রশ্নঃ সম্প্রতি কে ভারতীয় রেলওয়ে, কিষাণগঞ্জ, দিল্লিতে অত্যাধুনিক কুস্তি একাডেমি স্থাপনের অনুমোদন দিয়েছেন? -

(ক) Ministry of Sports

(খ) Ministry of Railways

(গ) Planning Commission

(ঘ) NITI Aayog

উত্তরঃ (খ) Ministry of Railways


 প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের রপ্তানি চলতি বছরের জানুয়ারিতে 36 শতাংশ বেড়ে 61.41 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে? -

(ক) ফ্রান্স

(খ) ভারতবর্ষ

(গ) চিন

(ঘ) রাশিয়া

উত্তরঃ (খ) ভারতবর্ষ


 প্রশ্নঃ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় কয়টি গ্রীনফিল্ড এক্সপ্রেসওয়ে গড়ে তোলার পরিকল্পনা করছে? -

(ক) ১৮

(খ) ২২

(গ) ৩৮

(ঘ) ৪৬

উত্তরঃ (খ) ২২


 প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ইউক্রেনের নিকটবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? -

(ক) রাশিয়া

(খ) ইংল্যান্ড

(গ) ফ্রান্স

(ঘ) আমেরিকা

উত্তরঃ (ক) রাশিয়া


 প্রশ্নঃ সম্প্রিতী প্রবীণ বাঙালি গায়িকা সন্ধ্যা মুখার্জি কত বছর বয়সে মারা যান? - 

(ক) ৫০ বছর

(খ) ৬৭ বছর

(গ) ৭৯ বছর

(ঘ) ৯০ বছর

উত্তরঃ (ঘ) ৯০ বছর


 প্রশ্নঃ মহান গায়ক আর সঙ্গীতকার বাপ্পি লাহিরির মৃত্যু হলো, উনার জন্ম কত সালে হয়েছিল? -

(ক)  ২রা সেপ্টেম্বর ১৯৫৮

(খ) ১লা ফেব্রুয়ারি ১৯৬০

(গ) ২৭শে নভেম্বর ১৯৫২

(ঘ) ২১শে জুন ১৯৬৮

উত্তরঃ (গ) ২৭শে নভেম্বর ১৯৫২


 প্রশ্নঃ সাম্প্রতিক আন্তর্জাতিক বালক কৈশর দিবস ২০২২ কবে পালন করা হল? -

(ক) ১৫ই ফেব্রুয়ারি

(খ) ১৬ই ফেব্রুয়ারি

(গ) ১৭ই ফেব্রুয়ারি

(ঘ) ১৮ই ফেব্রুয়ারি

উত্তরঃ (ক) ১৫ই ফেব্রুয়ারি


 প্রশ্নঃ বিশ্ব সতত বিকাশ শিখর সম্মেলন ২০২২ এর হোস্টিং কোন্‌ দেশ করল? -

(ক) রাশিয়া

(খ) ফ্রান্স

(গ) ইউক্রেণ

(ঘ) ভারত

উত্তরঃ (ঘ) ভারত


 প্রশ্নঃ সম্প্রতি বিশ্ব বিখ্যাত "মরু মহোৎসব" এর আয়োজন কোথায় হবে? -

(ক) ভরতপুর

(খ) জেয়সালমির

(গ) জয়পুর

(ঘ) গোরক্ষপুর

উত্তরঃ (খ) জেয়সালমির


 প্রশ্নঃ সম্প্রতি গেমিং অ্যাপ A23 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে বানালো? -

(ক) শাহরুখ খান

(খ) পঙ্কজ ত্রিপাঠি

(গ) অক্ষয় কুমার

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (ক) শাহরুখ খান


 প্রশ্নঃ সম্প্রতি কোন্‌ দেশ নিজের নাম পালটালো? -

(ক) মরক্কো

(খ) তুর্কী

(গ) কঙ্গো

(ঘ) সোমালিয়া

উত্তরঃ (খ) তুর্কী


 প্রশ্নঃ ICC "Player Of The Month January 2022" পুরস্কার কে পেলো? - 

(ক) হীথর নাইট

(খ) বিরাট কোহলী

(গ) কিগণ পীটরসন

(ঘ) রোহিত শর্মা

উত্তরঃ (গ) কিগণ পীটরসন


 প্রশ্নঃ সম্প্রতি CBSE এর নতুন অধ্যাক্ষ কে হলেন? -

(ক) পঙ্কজ সিং

(খ) লক্ষ্মণ কুমার

(গ) বিনীতি যোশী

(ঘ) উপরের কেউই নন

উত্তরঃ (ক) ১৫ই ফেব্রুয়ারি


 প্রশ্নঃ সম্প্রতি প্রথম ভারতীয় প্লাস্টিক বেস্ট নিউট্রাল FMCG কোন্‌ কোম্পানী হল? -

(ক) রিলায়েন্স

(খ) কোকাকোলা

(গ) ডাবর

(ঘ) টাটা

উত্তরঃ (গ) ডাবর


 প্রশ্নঃ কোন দেশের সংসদ জরুরি অবস্থা তাড়াতাড়ি শেষ করার জন্য ভোট দেয়? -

(ক) ইজিপ্ট

(খ) সুদান

(গ) সোমালিয়া

(ঘ) ইথিয়োপিয়া

উত্তরঃ (ঘ) ইথিয়োপিয়া


 প্রশ্নঃ রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোন সংস্থার প্রধান? -

(ক) WHO

(খ) United Nations

(গ) UNISEF

(ঘ) World Bank

উত্তরঃ (খ) United Nations


 প্রশ্নঃ কোন কেন্দ্রীয় মন্ত্রী এবং অ্যাঙ্গাস টেলর চতুর্থ ভারত-অস্ট্রেলিয়া শক্তি সংলাপের সভাপতিত্ব করেন? -

(ক) আরকে সিং

(খ) ডঃ জিতেন্দ্র সিং

(গ) রাজনাথ সিং

(ঘ) পিয়ুশ গোয়েল

উত্তরঃ (ক) আরকে সিং


 প্রশ্নঃ প্রবীণ গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ী চলে গেলেন, তার বয়স কত ছিল? -

(ক) ৫৪ বছর

(খ) ৬৯ বছর

(গ) ৮৪ বছর

(ঘ) ৭৪ বছর

উত্তরঃ (খ) ৬৯ বছর


 প্রশ্নঃ নিচের কোনটি TERI-এর বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনে সম্বোধন করবে? -

(ক) ডঃ জিতেন্দ্র সিং

(খ) নরেন্দ্র মোদি

(গ) রামনাথ কোভিন্দ

(ঘ) অমিত শাহ

উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি


প্রশ্নঃ নিম্নলিখিত কোন মহাকাশ সংস্থা সম্প্রতি আন্তর্জাতিক গবেষকদের একটি দল দ্বারা তৈরি "INSPIRESat-1" নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? -

(ক) ISRO 

(খ) NASA

(গ) JAXA

(ঘ) SpaceX

উত্তরঃ (ক) ISRO 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close