মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণি
ভূগোল
পূর্ণমান ঃ ২০
১। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ নীচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলো -
(ক) কর্কটক্রান্তি রেখা - সুমেরুবৃত্ত রেখা - নিরক্ষরেখা - সুমেরু
(খ) নিরক্ষরেখা - কর্কটক্রান্তি রেখা - সুমেরুবৃত্ত রেখা - সুমেরু
(গ) সুমেরুবৃত্ত রেখা - কর্কটক্রান্তি রেখা - নিরক্ষরেখা - সুমেরু
(ঘ) সুমেরু - সুমেরুবৃত্ত রেখা - কর্কটক্রান্তি রেখা - নিরক্ষরেখা
উত্তরঃ (খ) নিরক্ষরেখা - কর্কটক্রান্তি রেখা - সুমেরুবৃত্ত রেখা - সুমেরু
১.২ পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে বলে -
(ক) মূলমধ্যরেখা
(খ) নিরক্ষরেখা
(গ) ছায়াবৃত্ত
(ঘ) মকরক্রান্তি রেখা
উত্তরঃ (গ) ছায়াবৃত্ত
১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো ঃ
(ক) ২১ মার্চ - উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম রাত
(খ) ২২ ডিসেম্বর - নিরক্ষরেখার সূর্যরশ্মি লম্বভাবে পড়ে
(গ) পৃথিবীর অনুসূর অবস্থান - উত্তর গোলার্ধে শরৎকাল
(ঘ) ২১ জুন - উত্তর অয়নান্ত দিবস
উত্তরঃ (ঘ) ২১ জুন - উত্তর অয়নান্ত দিবস
২। বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো ঃ
২.১ কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিকবিক্ষেপ ঘটে।
উত্তরঃ ঠিক
২.২ ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণাভিমুখী চলন লক্ষ করা যায়।
উত্তরঃ ভুল
২.২ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও ঃ
উত্তরঃ
Download Model Activity Task 2022 Apps
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ সৌরদিন বলতে কী বোঝো?
উত্তরঃ পৃথিবী নিজ মেরুদন্ডের উপর ক্রমাগত পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করে চলেছে। এই আবর্তনের জন্য পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর দুটি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হয় ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ১ দিন, একে সৌরদিন বলে।
৩.২ আরোয়া অস্ট্রালিস কাকে বলে?
উত্তরঃ ২১ শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত একটানা ছয় মাস কুমেরু অঞ্চলে রাত্রি থাকাকালীন আকাশে যে রামধনুর মতো সুন্দর অস্পষ্ট আলো বা জ্যোতি দেখা যায়, তাকে আরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা বলে।
৪। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ
"ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের প্রভাব সর্বাধিক।" - ভৌগোলিক কারক ব্যাখ্যা করো।
উত্তরঃ পৃথিবী সূর্য পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ৬৬ ১/২ ডিগ্রী কোণে হেলে থাকে। এই হেলানো অবস্থানের জন্য পৃথিবীতে উত্তাপের সমানভাবে পড়েনা। যার ফলে ঋতু পরিবর্তন দেখা যায়।
ব্যাখ্যা ঃ পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে, সেই অংশটি সূর্যের কাছাকাছি হওয়ার জন্য সূর্যকিরণ লম্বা হয়ে পড়ে আর অপর অংশটি দূরে হওয়ার কারণে তীর্যকভাবে সূর্যরশ্মি পড়ে। লম্বা ভাবে পড়া রশ্মি পৃথিবীর ওই অংশকে বেশি গরম করে অপরদিকে তীর্যকভাবে পরা রশ্মি কম করেন। এইভাবে উত্তাপের তারতম্য ঘটে ঋতু পরিবর্তনের সাহায্য করে।
৫। নীচের প্রশ্নটির উত্তর দাও ঃ
পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ যেকোনো দুটি পরীক্ষা চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তরঃ পৃথিবীর আবর্তন গতির প্রমাণ -
(১) উঁচু স্থান থেকে পতনশীল বস্তুর সঞ্চালন ঃ নিশ্চল বায়ু প্রবাহে কোনো ভারী বস্তুকে উঁচু স্থান থেকে উল্লম্বভাবে নীচের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সরাসরি নীচে না পড়ে একটু পূর্ব দিকে হেলে পড়ে। এর কারণ হল পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের জন্য সকল বস্তুর একটি গতিজাড্য সৃষ্টি হওয়া।
(২) ফুকোর পরীক্ষা ঃ ১৮৫১ খ্রিস্টাব্দ ফরাসি বিজ্ঞানী লিয়ঁ ফুকো প্যারিস শহরের ৬১ মিটার দীর্ঘ প্যান্থিয়ান গির্জার চূড়া থেকে সরু তারের মাথায় একটি ভারী গোলক ও গোলকটির নীচে পিন লাগিয়ে ঝুলিয়ে দেন। নীচে বালির স্তর রাখেন যাতে গোলক বালিতে দাগ কাটে।
পর্যবেক্ষণ করে দেখা গেছে গোলকটি বালির ওপর যে দাগ কেটেছে তা ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যায়। এর থেকে এবং ২৪ ঘন্টা পর প্রথম দাগের সঙ্গেমিলিত হয়ে একটি উপবৃত্তাকার ক্ষেত্র সৃষ্টি করে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ