model activity task class 7 science january 2022
Type Here to Get Search Results !

model activity task class 7 science january 2022

 2022 Activity Task January

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

সপ্তম শ্রেণি

পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ ফারেনহাইট স্কেলের উর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে -

(ক) 100⁰, 0⁰

(খ) 0⁰, 100⁰

(গ) 212⁰,32⁰

(ঘ) 32⁰, 212⁰

উত্তরঃ (গ) 212⁰,32⁰


১.২ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় -

(ক) 100⁰, 212⁰

(খ) 212⁰, 0⁰

(গ) 32⁰, 0⁰

(ঘ) 0⁰, 32⁰

উত্তরঃ (ঘ) 0⁰, 32⁰


১.৩ তরল থেকে বাষ্প পরিবর্তিত হওয়াকে বলা হয় -

(ক) গলন

(খ) বাষ্পীভবন

(গ) উর্ধ্বপাতন

(ঘ) ঘনীভবন

উত্তরঃ (খ) বাষ্পীভবন


১.৪ জলের বাষ্পীভবনের লীন তাপ 540 cal/গ্রাম কথার অর্থ হলো -

(ক) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করবে।

(খ) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ 540 cal তাপ বর্জন করবে।

(গ) 1 গ্রাম জল থেকে 25⁰C উষ্ণতার 1 গ্রাম বাষ্প পেতে হলে 540 cal তাপ দিতে হবে।

(ঘ) 1 গ্রাম জল থেকে 25⁰C উষ্ণতার 1 গ্রাম বাষ্প পেতে হলে বরফ থেকে 540 cal তাপ নিষ্কাশন করতে হবে।

উত্তরঃ (ক) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করবে।


২. ঠিক বাক্যের পাশে '√' আর ভুল বাক্যের পাশে '✖' চিহ্ন দাও :


২.১ তাপ কোনো বস্তু নয়, তাপ হলো শক্তি।

উত্তরঃ ঠিক


২.২ সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে।

উত্তরঃ ভুল


২.৩ SI পদ্ধতেতে তাপের একক হলো ক্যালোরি।

উত্তরঃ ভুল


২.৪ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষ ধরা হয়েছে।

উত্তরঃ ঠিক


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৩.১ কোনো থার্মোমিটারের কুন্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন?

উত্তরঃ কোনো থার্মোমিটারের কুন্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের গায়ের উষ্ণতা কমে যায়, ফলে কুন্ডের মধ্যে থাকা পারদের আয়তন কমে এবং থার্মোমিটারে পাঠ কমে যায়।


৩.২ গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?

উত্তরঃ সাধারণত মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। যা দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে ধীরে ধীরে বেরিয়ে আসে। এর ফলে বাষ্পীভবন ঘটে। আবার এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসি এবং কলসির ভিতরে থাকা জল থেকে সংগৃহীত হয়। ফলে কলসি ও কলসির জল তাপ ত্যাগ করে ঠাণ্ডা হয়ে যায়। এই কারনে গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে।


৩.৩ মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের মান বেশি। একটি নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সমপরিমাণ তাপ দিলে কোন্‌টির উষ্ণোতা বেশি হবে? ধরে নাও দুটি ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতা একই আছে।

উত্তরঃ দুটি ভিন্ন বস্তুতে সমপরিমাণ তাপ দিলে, যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি উষ্ণতা বৃদ্ধি অন্যটির তুলনায় কম হয়। এখানে জলের আপেক্ষিক তাপ, মাটির আপেক্ষিক তাপ অপেক্ষা অনেক বেশি। তাই নির্দিষ্ট পরিমাণ মাটি ও জলকে সমপরিমাণ তাপ দিলে জল অপেক্ষা মাটির উষ্ণতা বেশি হবে।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :


৪.১ -40⁰F কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান তা নির্ণয় করো।

উত্তরঃ আমরা জানি, C/5 = (F-32) / 9

F = -40 বসিয়ে পাই,

বা, C / 5 = (-40-32) / 9

বা, C / 5 = -72 / 9

বা, 9C = -360

বা, C = -40

ஃ -40⁰F = -40⁰C


৪.২ উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো নীচের কথাটি কেন সবসময় ঠিক নয় - "কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে সবসময়েই তার উষ্ণতা বৃদ্ধি পাবে।"

উত্তরঃ 0⁰C উষ্ণতার এক টুকরো বরফকে ঘরের উষ্ণতায় একটি গ্লাসে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাস কিছু তাপ হারিয়েছে এবং সেই তাপ গ্রহণ করে বরফ গলে জলে পরিণত হয়েছে। গলনের সময় থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করলে দেখা যাবে বরফের উষ্ণতা 0⁰C রয়েছে। অর্থাৎ বরফের গ্রহণ করা তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে "কোন পদার্থে তাপ প্রয়োগ করলে সব সময়েই তার উষ্ণতা বৃদ্ধি পাবে" এই কথাটি সব সময় ঠিক নয়।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close