মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
বাংলা
পূর্ণমান ঃ ২০
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম -
(ক) ১৯৩৩ সালে
(খ) ১৯৪৭ সালে
(গ) ১৯৬১ সালে
(ঘ) ১৯৬৯ সালে
উত্তরঃ (ক) ১৯৩৩ সালে
১.২ মাস্টারমশাই বিভীষণ দাশ যে পাখির কথা বলছিলেন -
(ক) শঙ্খচিল
(খ) এমু
(গ) বাজ
(ঘ) বক
উত্তরঃ (খ) এমু
১.৩ শংকরের স্বপ্নে দেখা এমুপাখির যে গাছের ডালে এসে বসেছিল -
(ক) নারকেল
(খ) সুপুরি
(গ) সবেদা
(ঘ) তাল
উত্তরঃ (গ) সবেদা
২। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ঃ
২.১ অভিমন্যু সেনাপতি কে?
উত্তরঃ অভিমন্যু সেনাপতি হলেন শংকর সেনাপতির বাবা।
Download Model Activity Task 2022 Apps
২.২ শংকর কোন্ স্কুলে পড়ে?
উত্তরঃ শ্যামল গঙ্গোপাধযায় রচিত 'সেনাপতি শংকর' গল্প থেকে জানা যায় - শংকর সেনাপতি আকন্দবাড়ি স্কুলে ক্লা ফাইবে পড়ে।
২.৩ 'বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? - কে একথা বলেছেন?
উত্তরঃ উপরে উল্লেখিত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্পের অংশ, এই অংশটি আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাশ বলেছিলেন।
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ঃ
৩.১ 'চমকে উঠল ছেলেটি।' - কে চমকে উঠেছে? তার চমকে ওঠার কারণ কী?
উত্তরঃ উদ্ধৃতাংশটি শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত 'সেনাপতি শংকর' গল্প থেকে গৃহীত হয়েছে।
প্রশ্নে উল্লেখিত প্রথম অংশে আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র কিশোর শংকর সেনাপতির চমকে ওঠার কথা বলা হয়েছে।
স্কুলে প্রকৃতিবিজ্ঞানের ক্লাস চলাকালীন শংকর সেনাপতির মন আটকে যায় বাইরের প্রাকৃতিক দৃশ্যে। সে জানালা দিয়ে বাইরের শঙ্খচিলের উড়ে চলা দেখতে দেখতে বিভোর হয়ে পড়ে। প্রাকৃতিক দৃশ্যে তন্ময় হয়ে পড়ায় ক্লাসে মাস্টারমশাইয়ের কোনো কোথায় সে মনোযোগ দিতে পারেনি। তাই মাস্টারমশাই হঠাৎ তার নাম ধরে ডাকলে সে চমকে উঠেছিল।
৩.২ 'সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল'। - সকলে হেসে উঠেছিল কেন?
উত্তরঃ প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্পটি থেকে নেওয়া। প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শংকর আনমনা থাকায় মাস্টারমশাই বিভীষণ দাশ তাকে ধমক দিয়ে বলেন যে তিনি কী পড়াচ্ছেন? সেটা শংকর জানে কিনা? এই প্রশ্নের উত্তরে বলে যে তিনি এমু পাখির কথা পড়াচ্ছেন তখন মাস্টার মশাই তাকে জানতে চায় যে, সে কোনদিন এমু পাখি দেখেছে কিনা এর উত্তরে সম্মতি জানিয়ে, সে বলে যে ঘোলপুকুরের বড় দীঘির পাড়ে সবেদা গাছের ডালে পাখিকে বসতে দেখেছে এই কথা শুনে সারা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল।
৩.৩ বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন্ কোন্ সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন?
উত্তরঃ উদ্ধৃতাংশটি শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত 'সেনাপতি শংকর' গল্প থেকে গৃহীত হয়েছে। আকন্দবাড়ী স্কুলের শিক্ষক বিভীষণ দাশ ক্লাসে এমু পাখি নিয়ে আলোচনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের জানিয়েছিলেন পাখি দেখার সময় বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। তিনি যে যে সর্তকতা অবলম্বন করার কথা বলেছিলেন তা হল -
(১) মাঠে কিংবা বাগানে পাখি দেখার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলতে হয় যাতে পায়ের শব্দ না হয়।
(২) পাখি দেখার সময় শুকনো পাতার রঙের কিংবা জলপাই রঙের জামাকাপড় পড়লে ভালো হয়। এতে বন-জঙ্গলের মধ্যে মানুষের উপস্থিতি পাখিরা সহজে বুঝতে পারে না।
(৩) অনেক ক্ষেত্রে বেগুনি রঙের জামা পড়লেও পাখি দেখার সময় ভালো হয়, কারণ পাখিরা বেগুনি রং দেখতে পায় না।
৪। নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো ঃ
'শংকরের বুকটা গর্বে ফুলে উঠল।' - শংকরের গর্বিত হওয়ার কারণ 'শংকর সেনাপতি' রচনাংশ অনুসরণে বুঝিয়ে দাও।
উত্তরঃ শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শংকর গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এখানে পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে, জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো কারণ এই রং গাছের পাতা সঙ্গে মিশে থাকে বেগুনি রঙের জামা পরলে খুবই ভালো কারণ পাখি বেগুনি রং দেখতে পায় না।
বিভীষণ মাস্টারমশাই শংকর কে বলেছিলেন গাছে গাছে ঘোরার কথা অনেক পাখি দেখার কথা, বলেছিলেন যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর সব পাখি গাছপালা মেঘ আলো সব দেখতে, এটা শুনে শংকরের বুকটা গর্বে ফুলে উঠেছিল।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ