মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান ঃ ১৫
১। ঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
Download Model Activity Task 2022 Apps
১.১ মাটির একটি স্বাভাবিক উপাদান হলো -
(ক) প্লাস্টিকের কুচি
(খ) অ্যালুমিনিয়ামের টুকরো
(গ) কাগজের কুচি
(ঘ) ঘাসের টুকরো
উত্তরঃ (ঘ) ঘাসের টুকরো
১.২ নীচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো -
(ক) এঁটেল মাটি
(খ) বেলে মাটি
(গ) দোআঁশ মাটি
(ঘ) ইটের টুকরো
উত্তরঃ (ক) এঁটেল মাটি
১.৩ নীচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো -
(ক) আয়না
(খ) স্টেথোস্কোপ
(গ) আতশকাচ
(ঘ) দূরবিন
উত্তরঃ (গ) আতশকাচ
২। একটি বাক্যে উত্তর দাও ঃ
Download Model Activity Task 2022 Apps
২.১ একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়।
উত্তরঃ জল শোধনে ব্যবহার করা হয় এমন একটি রাসায়নিক পদার্থ হল পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
২.২ তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো।
উত্তরঃ আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হল চালু ফুটে ভাত হওয়া।
২.৩ বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো।
উত্তরঃ বৃষ্টির জল ধরে সেই জল জামা কাপড় কাজে ব্যবহার করা যেতে পারে।
৩। একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঃ
৩.১ পলিথিনের টুকরো কীভাবে মাটির ক্ষতি করে?
উত্তরঃ পলিথিন এক প্রকার জৈব অভঙ্গুর পলিমার। ফলে পলিথিন মাটির সঙ্গে মেশে না। দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে মাটির উর্বরতা নষ্ট হয়।
৩.২ কী কী উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যায়?
উত্তরঃ মাটিতে ভালো মানের কপোস্ট, গোবর, খইল ইত্যাদি জৈব পদার্থ মিশিয়ে মাটির উর্বরতা শক্তি বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসসরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়।
৩.৩ কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো।
উত্তরঃ জল ধরে রাখতে পারে এরকম উর্বর এঁটেল এবং দোয়াঁশ মাটি ধান চাষের পক্ষে ভালো।
৪। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ঃ
৪.১ পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?
উত্তরঃ পুকুরের জল পরিষ্কার রাখতে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা উচিত সেগুলি হল -
(১) পুকুরের ধারে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পুকুর পাড়ে কোনো আবর্জনা রাখা যাবে না।
(২) পুকুরে কোনো রকম পালিত পশু স্নান করানো যাবে না।
(৩) পুকুরের জলে বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে।
(৪) পুকুরের পাড়ে মলত্যাগে নিষিদ্ধ করতে হবে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ