model activity task class 5 health and physical education january 2022
Type Here to Get Search Results !

model activity task class 5 health and physical education january 2022

 2022 Activity Task January

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - জানুয়ারি-২০২২

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পঞ্চম শ্রেণি


অনুকরণ জাতীয় খেলা - কৃষিকাজ


Download App For : Model Activity Task 2022


১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো :


(ক) __________ বাঙালির প্রিয়

চাল থেকে হয় ভাত,

__________ চাষ করে -

খাটে জানি দিন রাত।

উত্তরঃ ভাত বাঙালির প্রিয়

চাল থেকে হয় ভাত,

কৃষকেরা চাষ করে -

খাটে জানি দিন রাত।


(খ) শুকনো যে আছে __________

চাষিরা তো নেমে পড়ে,

__________ ব্যবহারে

মাটি উর্বর করে।

উত্তরঃ শুকনো যে আছে মাঠ

চাষিরা তো নেমে পড়ে,

লাঙলের ব্যবহারে

মাটি উর্বর করে।


(গ) সারাদিন কত কাজ

নেই তার __________ ঘুম,

এই বুঝি শুরু হয়

__________ মরশুম।

উত্তরঃ সারাদিন কত কাজ

নেই তার চোখে ঘুম,

এই বুঝি শুরু হয়

বর্ষার মরশুম।


(ঘ) ওইতো __________ নামে

টাপুর টুপুর টুপ,

চাষিরা কি তার ঘরে

এখনও থাকবে __________?

উত্তরঃ ওইতো বৃষ্টি নামে

টাপুর টুপুর টুপ,

চাষিরা কি তার ঘরে

এখনও থাকবে চুপ?


(ঙ) __________ বোনা হল শুরু

মাঠখানা ঘুরে ঘুরে,

বীজ __________ কাজ

সারা হল মাঠ জুড়ে।

উত্তরঃ বীজ বোনা হল শুরু

মাঠখানা ঘুরে ঘুরে,

বীজ ছড়ানোর কাজ

সারা হল মাঠ জুড়ে।


(চ) বর্ষার বৃষ্টিতে

মাটিখানা গেল _________,

জমি হল __________

চাষি ভাই করে কী যে!

উত্তরঃ বর্ষার বৃষ্টিতে

মাটিখানা গেল ভিজে,

জমি হল উর্বরা

চাষি ভাই করে কী যে!


(ছ) মাটির _________ হবে

ধান রোপণের কাজ,

বড়ো ব্যক্ততা তার

নাওয়া __________ নেই আজ।

উত্তরঃ মাটির গর্ভে হবে

ধান রোপণের কাজ,

বড়ো ব্যক্ততা তার

নাওয়া খাওয়া নেই আজ।


(জ) ঝলমলে সোনা __________

আকাশটা ঝলমল,

সোনালি ধানের __________

আজ বড়ো চঞ্চল।

উত্তরঃ ঝলমলে সোনা রোদে

আকাশটা ঝলমল,

সোনালি ধানের খেত

আজ বড়ো চঞ্চল।


(ঝ) __________ এসেছে মাঠে

খুশিতে আত্মহারা,

আনন্দে মেতে ওঠে

এই পাড়া ওই ________পাড়া।

উত্তরঃ চাষিরা এসেছে মাঠে

খুশিতে আত্মহারা,

আনন্দে মেতে ওঠে

এই পাড়া ওই পাড়া।


(ঞ) __________ এসেছে মাঠে

খুশিতে আত্মহারা,

আনন্দে মেতে ওঠে

এই পাড়া ওই __________।

উত্তরঃ চাষিরা এসেছে মাঠে

খুশিতে আত্মহারা,

আনন্দে মেতে ওঠে

এই পাড়া ওই পাড়া


(ট) চাষিরা যে কত ____________

খুশিতে ভরেছে মন,

দু মুঠো জুটবে ভাত

ভাবছে ____________।

উত্তরঃ চাষিরা যে কত খুশি

খুশিতে ভরেছে মন,

দু মুঠো জুটবে ভাত

ভাবছে সারাক্ষণ


(ঠ) লোকজন ছুটে গেল

__________ কোণে আজ,

শুরু হল ওই দ্যাখ্যা

ধান __________ কাজ।

উত্তরঃ লোকজন ছুটে গেল

উঠোনের কোণে আজ,

শুরু হল ওই দ্যাখ্যা

ধান ঝড়াইয়ের কাজ।


(ড) ধান __________ ফেলা হল

রাশি রাশি __________ ধান,

বাইরে রাখলে সব

হয়ে যাবে ম্রিয়মাণ।

উত্তরঃ ধান ঝেড়ে ফেলা হল

রাশি রাশি সোনা ধান,

বাইরে রাখলে সব

হয়ে যাবে ম্রিয়মাণ।


(ঢ) তাই সব __________ আজ

মড়াইয়েতে পেল স্থান,

কৃষকের ঘরে আজ

ফিরে __________ সম্মান।

উত্তরঃ তাই সব ধান আজ

মড়াইয়েতে পেল স্থান,

কৃষকের ঘরে আজ

ফিরে এল সম্মান।


(ণ) এত যে __________

ধন্য যে হল আজ,

ঢেঁকিতেই শুরু ওই

ধান __________কাজ।

উত্তরঃ এত যে পরিশ্রম

ধন্য যে হল আজ,

ঢেঁকিতেই শুরু ওই

ধান ভাঙানোর কাজ।


শব্দ ঝুড়ি ঃ ভাত, কৃষকেরা, চোখে, বর্ষার, বীজ, ছড়ানোর, গর্ভে, খাওয়া, রোদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সোনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বরা, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানোর।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close