model activity task class 4 bengali january 2022
Type Here to Get Search Results !

model activity task class 4 bengali january 2022

 2022 Activity Task January

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

চতুর্থ শ্রেণি

বাংলা

পূর্ণমান : ১৫


Download App For : Model Activity Task 2022


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


১.১ কবি 'দিলখোলা' হয়েছেন যার উপদেশে -

(ক) আকাশ

(খ) বায়ু

(গ) বাতাস

(ঘ) খোলা মাঠ

উত্তরঃ (ঘ) খোলা মাঠ


১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে -

(ক) সাগর

(খ) মাটি

(গ) সূর্য

(ঘ) ঝরনা

উত্তরঃ (গ) সূর্য


১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন -

(ক) সহিষ্ণু হতে

(খ) কর্মী হতে

(গ) কঠোর হতে

(ঘ) উদার হতে

উত্তরঃ (গ) কঠোর হতে


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :


২.১ 'আমায় দিলো ভিক্ষা'। - কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন?

উত্তরঃ 'সবার আমি ছাত্র' কবিতায় কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বন-জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন।


২.২ 'মৌন' শব্দের অর্থ কী?

উত্তরঃ 'মৌন' শব্দের অর্থ হল নীরব।


২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?

উত্তরঃ সুনির্মল বসু রচিত "সবার আমি ছাত্র" কবিতায় কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন।


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ 'সবার আমি ছাত্র' কবিতায় কবি বায়ুর থেকে কোন্‌ মন্ত্র লাভ করেছেন?

উত্তরঃ "সবার আমি ছাত্র" কবিতায় কবি সুনির্মল বসু বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র লাভ করেছেন। অর্থাৎ কবি নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা বায়ুর কাছ থেকে পেয়েছেন।


৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন্‌, শিক্ষা দিয়েছে?

উত্তরঃ সুনির্মল বসু রচিত "সবার আমি ছাত্র" কবিতায় সাগর কবিকে ইঙ্গিতে অন্তরকে রত্ন আকর করার শিক্ষা দিয়েছে।


৩.৩ 'সন্দেহ নাই মাত্র'। - কোন্‌ বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই?

উত্তরঃ কবি সুনির্মল বসুর স্বীকার করে নিয়েছেন যে, এই গোটা পৃথিনীটাই হল পাঠশালা। এর প্রতিটি অংশের কাছেই কিছু না কিছু শেখার জিনিস আছে। এই বিরাট পৃথিবীটা যেন একটা বিরাট পাঠ্যবই। তার পাতায় পাতায় আছে অনেক নতুন জিনিস আর সেগুলি কবি কৌতুহলভরে শিখেছেন। এই বিষয়েই কবির বিন্দুমাত্র সন্দেহ নেই।


৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :


'বিশ্বজোড়া  পাঠশালা মোর,/ সবার আমি ছাত্র' - 'সবার আমি ছাত্র' কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো।

উত্তরঃ সুনির্মল বসু রচিত "সবার আমি ছাত্র" কবিতায় কবি সমগ্র পৃথিবীকে পাঠশালার সাথে তুলনা করেছেন এবং নিজেকে তুলনা করেছেন সেই পাঠশালার ছাত্রের সাথে। তিনি বলেছেন এই প্রকৃতির  আকাশ, বাতাস, পাহাড়, চন্দ্র, সূর্য, সাগর, নদী, মাটি, পাথর, ঝরনা, বনভূমি প্রত্যেকের থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে। পাঠশালায় যেমন ছোটো ছোটো শিশুদের শিক্ষা দেওয়া হয়, ঠিক তেমনি আমরা পৃথিবী রূপ পাঠশালারা সকল প্রাকৃতিক শক্তির কাছ থেকে শিক্ষালাভ করে থাকি। আর এইভাবেই "সবার আমি ছাত্র" কবিতায় সমগ্র বিশ্ব কবির পাঠশালা হয়ে উঠেছে। 


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close