2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
চতুর্থ শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান ঃ ১৫
Download App For : Model Activity Task 2022
১. শূণ্যস্থান পূরণ করো :
১.১ সাপ _________ খায়।
উত্তরঃ সাপ ইঁদুর বা ব্যাঙ খায়।
১.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো __________।
উত্তরঃ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি।
১.৩ মাছের সারা গায়ে __________ থাকে।
উত্তরঃ মাছের সারা গায়ে আশঁ থাকে।
২. ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে '✖' চিহ্ন দাও :
২.১ পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়।
উত্তরঃ ✓
২.২ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলো জীব।
উত্তরঃ ✖
২.৩ শামুকের শরীর নরম।
উত্তরঃ ✓
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম হল - রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ।
৩.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো।
উত্তরঃ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল হল - পাখি ও প্রজাপতি উভয়েরই ডানা আছে এবং উভয়ই উড়তে পারে।
প্রজাপতি আর পাখির মধ্যে একটি অমিল হল - প্রজাপতির একজোড়া অ্যান্টেনা আছে কিন্তু পাখির এরকম কোনো অ্যান্টেনা নেই।
৩.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ মাছের দুটি বৈশিষ্ট্য নীচে আলোচনা করা হয় -
(১) জলে সাঁতার কাটার জন্য মাছের দেহে নানা রকমের পাখনা থাকে।
(২) সাধারণত মাছের সারা শরীরে আঁশে দিয়ে ঢাকা থাকে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ জীবের তিনটি বৈশিষ্ট্য হল -
(১) জীব উত্তেজনায় সাড়া দিতে পারে এবং স্থান পরিবর্তন করতে পারে।
(২) জীব খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে।
(৩) জীবের শরীরের বৃদ্ধি এবং পরিবর্তন ঘটে।
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ