2022 Activity Task January
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - জানুয়ারি-২০২২
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
চতুর্থ শ্রেণি
স্বাস্থ্য সচেতনতার অ, আ ... ক, খ...
Download App For : Model Activity Task 2022
১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো :
(ক) অসুখ বড়ো বিচ্ছিরি ভাই,
অসুখকে তাই __________ চাই।
উত্তরঃ অসুখ বড়ো বিচ্ছিরি ভাই,
অসুখকে তাই এড়াতে চাই।
(খ) আমাশয় বা __________ রোগে,
ছেলেমেয়ে বড়োই ভোগে।
উত্তরঃ আমাশয় বা পেটের রোগে,
ছেলেমেয়ে বড়োই ভোগে।
(গ) ঈষৎ আলোয় পড়তেও নেই,
__________ ক্ষতি করতেও নেই।
উত্তরঃ ঈষৎ আলোয় পড়তেও নেই,
চোখের ক্ষতি করতেও নেই।
(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে,
পাতে কি __________ খাওয়া চলে?
উত্তরঃ উচ্চ রক্ত চাপের ফলে,
পাতে কি নুন খাওয়া চলে?
(ঙ) ঋতু-বদল খেয়াল রেখো,
__________ তখন থেকো।
উত্তরঃ ঋতু-বদল খেয়াল রেখো,
সাবধানে তখন থেকো।
(চ) __________ জিনিসটা কী,
নতুন করে বলব তাকি?
উত্তরঃ ও আর এস জিনিসটা কী,
নতুন করে বলব তাকি?
(ছ) ঔষদ যদি খেতেই চাও,
__________ আগে দেখাও।
উত্তরঃ ঔষদ যদি খেতেই চাও,
ডাক্তারকে আগে দেখাও।
(জ) ঘুমোতে ভাই যখনই যাও,
__________ টাঙিয়ে নাও।
উত্তরঃ ঘুমোতে ভাই যখনই যাও,
মশারিটা টাঙিয়ে নাও।
(ঝ) __________ দেওয়া সব খাবার কিনে,
মরতে কি চাও দিনে দিনে?
উত্তরঃ রঙ দেওয়া সব খাবার কিনে,
মরতে কি চাও দিনে দিনে?
(ঞ) চোখের রোগের ধরন নানা,
ছানি পড়া বা __________।
উত্তরঃ চোখের রোগের ধরন নানা,
ছানি পড়া বা রাতকানা।
(ট) ছাতু ছোলা যত খাবে,
__________ তো ততই পাবে।
উত্তরঃ ছাতু ছোলা যত খাবে,
প্রোটিনও তো ততই পাবে।
(ঠ) জিভে যখন ময়লা জমে,
__________ তখন কমে।
উত্তরঃ জিভে যখন ময়লা জমে,
হজমশক্তি তখন কমে।
(ড) ঝরনার জল কাজে লাগে,
শরীর __________ ভালো রাখে।
উত্তরঃ ঝরনার জল কাজে লাগে,
শরীর স্বাস্থ্য ভালো রাখে।
(ঢ) টাটকা __________ খেয়ে তো নাও,
সুস্থ যদি থাকতেই চাও।
উত্তরঃ টাটকা খাবার খেয়ে তো নাও,
সুস্থ যদি থাকতেই চাও।
(ণ) ডায়ারিয়ায় __________ হয়,
ও আর এস-এই সারে নিশ্চয়।
উত্তরঃ ডায়ারিয়ায় জলাভাব হয়,
ও আর এস-এই সারে নিশ্চয়।
শব্দঝুড়ি ঃ এড়াতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ও আর এস, ডাক্তারকে, মশারিটা, রঙ, রাতকানা, প্রোটিনও, হজমশক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ