মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রথম শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান ঃ ১০
১। ঠিক কথাগুলো বেছে নিয়ে '✔' দাও।
Download Model Activity Task 2022 Apps
(ক) আমরা খাওয়ার সময় খেয়াল করবো যাতে __________ সোজা থাকে।
(i) হাত
(ii) পা
(iii) মেরুদন্ড
(iv) মাথা
উত্তরঃ (iii) মেরুদন্ড
(খ) সময় নিয়ে ঠিকমতো __________ খাবার খেতে হবে।
(i) গিলে
(ii) চিবিয়ে
(iii) নাক চেপে
(iv) জল দিয়ে
উত্তরঃ (ii) চিবিয়ে
২। যে যে ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে হবে তার পাশে '✔' দাও।
(i) খাওয়ার আগে ও পরে [ ],
(ii) বাইরে থেকে বাড়ি ফিরে [ ],
(iii) রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে [ ],
(iv) মল ত্যাগের পরে [ ],
(v) হাত ময়লা মনে হলে [ ],
(vi) রান্না করাবার আগে [ ],
(vii) খবরের কাগজ পড়ার আগে [ ],
উত্তরঃ (i) খাওয়ার আগে ও পরে [✔]
(iii) রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে [✔]
(iv) মল ত্যাগের পরে [✔]
(v) হাত ময়লা মনে হলে [✔]
Download Model Activity Task 2022 Apps
৩। ফাঁকা জায়গায় ঠিক কথাগুলো লেখো ঃ
(ক) আমাদের দেশের জাতীয় পতাকার উপরে আছে __________ (গেরুয়া/সাদা/হলুদ) রঙ।
উত্তরঃ গেরুয়া
(খ) আমাদের দেশের জাতীয় পতাকার মাঝে আছে __________ (সবুজ/সাদা/লাল) রঙ। এখানে নীল রঙের চাকাটি হলো আশোক চক্র।
উত্তরঃ সাদা
(গ) আমাদের দেশের জাতীয় পতাকার নিচে আছে __________ (নীল/গেরুয়া/সবুজ) রঙ।
উত্তরঃ নীল
৪। আমাদের দেশের জাতীয় পতাকার ছবি আঁকো।
উত্তরঃ
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ