মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রথম শ্রেণি
পূর্ণিমান ঃ ১০
সংযোগ স্থাপনে সক্ষমতা
Download Model Activity Task 2022 Apps
১। নীচের পাঠটি পড়ো ও কয়েকটি কোথায় লেখো ঃ
রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি। জবা ফুল তোলে। বেল ফুল তোলে। বেল ফুল সাদা।
(ক) কার পরনে লাল শাল?
উত্তরঃ রামের পরনে লাল শাল।
(খ) পাঠটিতে সাদা ও লাল ফুলের নাম কী কী?
উত্তরঃ পাঠটিতে সাদা ফুল হল বেল ফুল এবং লাল ফুল জবা ফুল।
সমন্বয় সাধনে সক্ষমতা
২। দাগ দিয়ে মেলাও ঃ
উত্তরঃসমস্যা সমাধানে সক্ষমতা
৩। ছবি দেখে ফাঁকা জায়গায় কথা লেখো ঃ
(খ) ফাঁকা জায়গায় সংখ্যা লেখো ঃ
উত্তরঃ
মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা
৪। নীচের ছবিটি রঙ করো ও ব্যাঙের কটি পা লেখো ঃ
উত্তরঃ ছবিটিতে রঙ তোমরা নিজে করো।
একটি ব্যাঙের চারটি পা আছে।
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ