ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 138
বিভাগ - খ
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো ৫টি)
২.১ ডাবের জলে বা নারিকেলের তরল সস্যে __________ হরমোন পাওয়া যায়।
উত্তরঃ সাইটোকাইনিন
২.২ স্নায়ুকোষের সেন্ট্রোজোম __________ অবস্থায় থাকে, তাই এটি বিভাজিত হয় না।
উত্তরঃ নিষ্ক্রিয়
২.৩ মটর গাছের ভিন্ন ভিন্ন __________ একই ফিনোটাইপ দেখাতে পারে।
উত্তরঃ জিনোটাইপ
২.৪ হোলোনড্রিক জিন অবস্থান করে __________ ক্রোমোজোমে।
উত্তরঃ Y
২.৫ __________ কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে।
উত্তরঃ মাইটোসিস
২.৬ রেটিনার __________ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়।
উত্তরঃ পীতবিন্দুতে
নীচের বাক্যগুলির সত্য/মিথ্যা নিরূপণ করো (যে কোনো ৫টি) :
২.৭ অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে।
উত্তরঃ মিথ্যা
২.৮ সুষুম্নাকান্ডের গহ্বরকে নিউরোসিল বলে।
উত্তরঃ সত্য
২.৯ সিলিয়া হল প্যারামেশিয়ামের গমন অঙ্গ।
উত্তরঃ সত্য
২.১০ মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা ২৩টি।
উত্তরঃ মিথ্যা
২.১১ মেন্ডেল এক সংকর জনন থেকে পৃথকীকরণ সূত্র রচনা করেন।
উত্তরঃ সত্য
২.১২ সমসংস্থ ক্রোমোজোমের সিস্টার ক্রোমোটিডদ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময় হয়।
উত্তরঃ মিথ্যা
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সথিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো ৫টি) :
উত্তরঃ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ৬টি)
২.১৯ সম্পূর্ণ নাম লেখো - ADH
উত্তরঃ অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন
২.২০ সম্পর্ক নির্ধারণ করো - গোরু ঃ __________ ঃঃ মানুষ ঃ দ্বিনেত্র দৃষ্টি।
উত্তরঃ একনেত্র
২.২১ RNA-এর পিরিমিডিন বেসগুলি কী কী?
উত্তরঃ সাইটোসিন ও ইউরাসিল
২.২২ মেন্ডেলের ২য় সূত্র কী নামে পরিচিত?
উত্তরঃ স্বাধীন বিন্যাসের সূত্র
২.২৩ বিসদৃশ শব্দটি চিহ্নিত করো ঃ হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মায়োপিয়া।
উত্তরঃ মায়োপিয়া
২.২৪ যে প্রক্রিয়ায় রানি মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয়, তাকে কী বলে?
উত্তরঃ পার্থেনোজেনেসিস
২.২৫ ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো।
উত্তরঃ G₁ এবং S দশা
২.২৬ ইস্ট্রোজেন কোন্ অংশ থেকে ক্ষরিত্ত হয়।
উত্তরঃ পরিণত ডিম্বথলি থেকে
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ