ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 160
বিভাগ - খ
২। নীচের ২৬টি থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি) :
২.১ পত্ররন্ধ্র বন্ধ করার জন্য __________ হরমোনটি দায়ী।
উত্তরঃ ABA
২.২ Fight or Flight প্রতিক্রিয়ার জন্য __________ হরমোন গুরুত্বপূর্ণ।
উত্তরঃ অ্যাড্রিনালিন
২.৩ মানব মস্তিষ্কের নিলয়ের সংখ্যা __________ টি।
উত্তরঃ চারটি
২.৪ NOR ক্রোমোজোমের __________ অংশে থাকে।
উত্তরঃ গৌণ খাঁজে
২.৫ এক সংকর জননে টেস্ট ক্রশের অনুপাত __________।
উত্তরঃ 1 : 1
২.৬ মা বর্ণান্ধ হলে পুত্র __________ হবে।
উত্তরঃ বর্ণান্ধ
নীচের বাক্যগুলো সত্য কিংবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :
২.৭ উদ্ভিদের মূল কম অক্সিন ঘনত্বে বেশি সংবেদনশীল।
উত্তরঃ সত্য
২.৮ রক্তে Ca++ মাত্রা কমাতে সাহায্য করে থাইরক্সিন।
উত্তরঃ মিথ্যা
২.৯ সমস্ত পেশী অস্থি সন্ধির বিচলন ঘটায়।
উত্তরঃ মিথ্যা
২.১০ অ্যামাইটোসিসে বেমতন্তু গঠিত হয় না।
উত্তরঃ সত্য
২.১১ পরাগনালীতে পুং গ্যামেটের সংখ্যা একটি।
উত্তরঃ মিথ্যা
২.১২ মুক্ত কানের লতি বৈশিষ্ট্য - জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উত্তরঃ সত্য
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো ঃ
উত্তরঃ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছটি) ঃ
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো - অগ্রস্থ প্রকটতা, বীজের সুপ্তাবস্থা দূরীকরণ, ক্যারিও কাইনেসিস, ট্রপিক চলন নিয়ন্ত্রণ।
উত্তরঃ বীজের সুপ্তাবস্থা দূরীকরণ
২.২০ মূত্রে কোন্ হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্ণয় করে?
উত্তরঃ HCG
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও - মস্তিষ্ক ঃ ভেন্ট্রিকল ঃ ঃ সুষুম্নাকান্ড ঃ ___________।
উত্তরঃ কেন্দ্রীয় নালী
২.২২ পায়রার কোন্ পাকল দেহে র্যাডার রূপে কাজ করে?
উত্তরঃ রেক্ট্রিসেস
২.২৩ ক্রোমোটিনের নিষ্ক্রিয় অংশকে কি বলে?
উত্তরঃ হেটারোক্রোমাটিড
২.২৪ জনুক্রম কোন্ দুটি দশার পুনরাবৃত্তি ঘটে?
উত্তরঃ রেণুধর দশা ও লিঙ্গধর দশা
২.২৫ তিন কন্যা আছে এমন দম্পতি চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কতখানি?
উত্তরঃ ২৫-৫০%
২.২৬ কত নং ক্রোমোজোমের মিউটেশনের ফলে β-থ্যালাসেমিয়া হয়?
উত্তরঃ ১১ নং
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ