ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 160
বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ কোন্টির প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় -
(ক) জিব্বেরেলিন
(খ) অক্সিন
(গ) ইথিলিন
(ঘ) ABA
উত্তরঃ (খ) অক্সিন
১.২ ক্যালাসে বিটপ সৃষ্টিকারী হরমোনটি হল -
(ক) সাইটোকাইনিন
(খ) অক্সিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) ইথিলিন
উত্তরঃ (ক) সাইটোকাইনিন
১.৩ TSH সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক -
(ক) স্টেরয়েডধর্মী
(খ) প্রোটিন ধর্মী
(গ) গ্লাইকোপ্রোটিন ধর্মী
(ঘ) কোন্টি নয়
উত্তরঃ (গ) গ্লাইকোপ্রোটিন ধর্মী
১.৪ কোন্ বক্তব্যটি সঠিক নয় -
(ক) হাইপোথ্যালামাস রিলে সেন্টার হিসাবে কাজ করে
(খ) থ্যালামাস রিলেসেন্টার হিসাবে কাজ করে
(গ) প্রতিবর্ত চাপে অন্তবর্তী স্নায়ুটি সংজ্ঞাবহ
(ঘ) পনস পশ্চাদ মস্তিষ্কের অংশ
উত্তরঃ (ক) হাইপোথ্যালামাস রিলে সেন্টার হিসাবে কাজ করে
১.৫ যে পেশি দেহাঙ্গকে দেহাক্ষের কাছে আনতে সাহায্য করে -
(ক) ফ্লেক্সর
(খ) এক্সটেনসর
(গ) অ্যাবডাকটর
(ঘ) অ্যাডকটর
উত্তরঃ (ঘ) অ্যাডকটর
১.৬ যেটি DNA - এর গঠনগিত উপাদান নয় -
(ক) ডি-অক্সিরাইকেজ শর্করা
(খ) ইউরাসিল ক্ষারক
(গ) থাইমিন
(ঘ) ফসফোরিক অ্যাসিড
উত্তরঃ (খ) ইউরাসিল ক্ষারক
১.৭ কোন্ বক্তব্যটি সঠিক নয় -
(ক) অ্যানাস্ট্রাল বেম প্রাণিকোশে মাইটোসিস কোশ বিভাজনে তৈরি হয়
(খ) মিয়োসিসে জিনগত প্রকরণ সৃষ্টি হয়
(গ) কোশ বিভাজন একটি জিন নিয়ন্ত্রিত প্রক্রিয়া
(ঘ) কোশচক্রের দীর্ঘস্থায়ী দশা হল ইন্টারফেজ
উত্তরঃ (ক) অ্যানাস্ট্রাল বেম প্রাণিকোশে মাইটোসিস কোশ বিভাজনে তৈরি হয়
১.৮ সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদে -
(ক) মস
(খ) আম
(গ) জবা
(ঘ) পাইন
উত্তরঃ (ক) মস
১.৯ ক্লিস্টোগ্যামী দেখা যায় যে উদ্ভিদে -
(ক) কানশিরা
(খ) দোপাটি
(গ) 'ক' ও 'খ' দুটোই
(ঘ) কোন্টি নয়
উত্তরঃ (গ) 'ক' ও 'খ' দুটোই
১.১০ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে ব্যবহৃত উদ্ভিদ কলাকে বলে -
(ক) ক্যালাস
(খ) প্ল্যান্টলেট
(গ) এক্সপ্যান্ট
(ঘ) প্রোটোকরম
উত্তরঃ (গ) এক্সপ্যান্ট
১.১১ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত কী হবে?
(ক) 3 : 1
(খ) 9 : 3 : 3 : 1
(গ) 2 : 1 : 1
(ঘ) 1 : 2 : 1
উত্তরঃ (ঘ) 1 : 2 : 1
১.১২ কোন্ বক্তব্যটি সত্য -
(ক) লিংকেজ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা
(খ) অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের একসংকর জনন বংশগতি সূত্র সমর্থন করে
(গ) মেন্ডেলিয়ান ফ্যাক্টর ও লোকাস একই বস্তুর ভিন্ন নাম
(ঘ) মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন
উত্তরঃ (ক) লিংকেজ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা
১.১৩ TtRrBb জিনেটাইপ থেকে কত ধরনের জনন কোশ সৃষ্টি হবে -
(ক) 6
(খ) 4
(গ) 8
(ঘ) 2
উত্তরঃ (গ) 8
১.১৪ এক অনু হিমোগ্লোবিনে কটি পলিপেপাটাইট শৃঙ্খল থাকে -
(ক) 4
(খ) 2
(গ) 6
(ঘ) 3
উত্তরঃ (ক) 4
১.১৫ হিমোফিলিয়ার জন্য যে তথ্যটি সঠিক নয়?
(ক) রয়্যাল ডিজিজ
(খ) X-লিংকড অস্বাভাবিকতা
(গ) Y - লিংকড অস্বাভাবিকতা
(ঘ) রক্ত তঞ্চনে বিলম্ব ঘটা
উত্তরঃ (গ) Y - লিংকড অস্বাভাবিকতা
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ