Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 446 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 446 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 446


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন -

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসীরা

(ঘ) চীনারা

উত্তরঃ (ক) ইংরেজরা


১.২ বিপিনচন্দ্র পাল লিখেছেন -

(ক) সত্তর বৎসর

(খ) জীবন স্মৃতি

(গ) আনন্দমঠ

(ঘ) জীবনের ঝরাপাতা

উত্তরঃ (ক) সত্তর বৎসর


১.৩ কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে -

(ক) ফোটোগ্রাফির ইতিহাসের

(খ) খেলাধূলার ইতিহাসে

(গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে

(ঘ) পরিবেশের ইতিহাসে

উত্তরঃ (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে


১.৪ ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত -

(ক) কলকাতাতে

(খ) দিল্লীতে

(গ) পুণেতে

(ঘ) নাগপুরে

উত্তরঃ (খ) দিল্লীতে


১.৫ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় -

(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টব্দে

উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টব্দে


১.৬ 'হুতোম প্যাঁচার নকশা'য় প্রথম প্রকাশিত নকশা হলো -

(ক) চড়ক

(খ) রথ

(গ) হাতি

(ঘ) দুর্গোৎসব

উত্তরঃ (ক) চড়ক


১.৭ 'ব্রহ্মনন্দ' নামে পরিচিত ছিলেন -

(ক) কেশবচন্দ্র সেন

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) শ্রীরামকৃষ্ণ

উত্তরঃ (ক) কেশবচন্দ্র সেন


১.৮ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো -

(ক) রাজা রামমোহন রায়

(খ) কালীপ্রপ্সন্ন সিংহ

(গ) ডেভিড হেয়ার

(ঘ) ড্রিংকওয়াটার বিটন (বেথুন)

উত্তরঃ (খ) কালীপ্রপ্সন্ন সিংহ


১.৯ কোল বিদ্রোহ হয়েছিল -

(ক) উত্তরবঙ্গে

(খ) পূর্ববঙ্গে

(গ) ছোটনাগপুরে

(ঘ) ভাগলপুরে

উত্তরঃ (গ) ছোটনাগপুরে


১.১০ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

গ) সাঁওতাল বিদ্রোহ

ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ


১.১১ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন -

(ক) তিতুমির

(খ) দুদুমিঞা

(গ) শরিয়ৎ উল্লাহ

(ঘ) বিরসা মুন্ডা

উত্তরঃ (ক) তিতুমির


১.১২ 'ডিং খরচা' নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন্‌ বিদ্রোহে -

(ক) রংপুর

(খ) সাঁওতাল

(গ) মুন্ডা

(ঘ) কোল

উত্তরঃ (ক) রংপুর


১.১৩ 'ভারত সভার' কার্যক্রমে যুক্ত ছিলেন -

(ক) কেশবচন্দ্র সেন

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


১.১৪ 'বন্দেমাতরম' সংগীতটি কোন্‌ উপন্যাসের অন্তর্গত -

(ক) গোরা

(খ) আনন্দমঠ

(গ) বর্তমান ভারত

(ঘ) পথের দাবী

উত্তরঃ (খ) আনন্দমঠ


১.১৫ আধুনিক ভারতে কোন্‌ পত্রিকায় প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় -

(ক) অমৃতবাজার

(খ) সোমপ্রকাশ

(গ) বেঙ্গলী

(ঘ) সঞ্জীবনী

উত্তরঃ (ক) অমৃতবাজার


১.১৬ অযোধ্যায় সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন কে?

(ক) নানা সাহেব

(খ) বেগম হজরৎ মহল

(গ) তাঁতিয়াতোপি

(ঘ) মঙ্গল পান্ডে

উত্তরঃ (খ) বেগম হজরৎ মহল


১.১৭ 'বিশ্বভারতী' কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় -

(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯৫১ খ্রিস্টাব্দে


১.১৮ বাংলা মুদ্রন শিল্পের জনক বলা হয় -

(ক) চার্লস উইলকিনসকে

(খ) পঞ্চানন কর্মকারকে

(গ) ব্রাসি হ্যালহেডকে

(ঘ) অগাস্টাস হিকিকে

উত্তরঃ (ক) চার্লস উইলকিনসকে


১.১৯ 'ইতিহাস মালা' গ্রন্থটির রচরিতা হলেন -

(ক) রামরাম বসু

(খ) উইলিয়াম কেরি

(গ) যদুনাথ সরকার

(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (খ) উইলিয়াম কেরি


১.২০ 'এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি রচনা করেন -

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) চার্লস উইলকিনস

(গ) জেমস অগাস্টাস হিকি

(ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

উত্তরঃ (ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close