Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 721 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page 721 Part 1

 ABTA MADHYAMIK TEST PAEPRS 2021-2022

HISTORY

PAGE - 721


বিভাগ - ক


Download History App : Madhyamik History Suggestion 2022


১। সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ


১.১ নতুন সামাজিক ইতিহাসে বলা হয়েছে -

(ক) রাজা মহারাজাদের কথা

(খ) প্রজা সাধারণের কথা'

(গ) সাধারণ মানুষের কথা

(ঘ) সমাজবিদ্যার কথা

উত্তরঃ (গ) সাধারণ মানুষের কথা


১.২ মোহনবাগান দল আই এফ এ শিল্ড জয় করেছিল -

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১০ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে


১.৩ 'Silent Spring' গ্রন্থটির রচয়িতা হলেন -

(ক) চালর্স চিলি

(খ) রিচার্ড গ্রোভা

(গ) র‍্যাচেল কারমন

(ঘ) আলফ্রেড কমবি

উত্তরঃ (গ) র‍্যাচেল কারমন


১.৪ সরকারি নথিপত্র সংরক্ষন করা হয় -

(ক) জাদুঘরে

(খ) সরকারি সেরেস্তায়

(গ) মহাফেজখানায়

(ঘ) দপ্তরখানায়

উত্তরঃ (গ) মহাফেজখানায়


১.৫ 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) সরলাদেবী চৌধুরানী

(গ) শিবনাথ শাস্ত্রে

(ঘ) উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (ঘ) উমেশচন্দ্র দত্ত


১.৬ 'হুতোম প্যাঁচা' ছদ্দনামে লিখেছেন -

(ক) হরিনাথ মজুমদার

(খ) দীনবন্ধু মিত্র

(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ


১.৭ 'নীলদর্পন' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) রেভারেন্ড জেমস লং

উত্তরঃ (ঘ) রেভারেন্ড জেমস লং


১.৮ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় -

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে


১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -

(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১০ রাণি শিরোমনি নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) কোলবিদ্রোহে

(খ) পাগলাপন্থীদের বিদ্রোহে

(গ) সাঁওতাল বিদ্রোহে

(ঘ) চুয়াড় বিদ্রোহে

উত্তরঃ (ঘ) চুয়াড় বিদ্রোহে


১.১১ মুন্ডা বিদ্রোহ হয়েছিল -

(ক) বীরভূমে

(খ) রাঁচীতে

(গ) মেদিনীপুরে

(ঘ) উড়িষ্যায়

উত্তরঃ (খ) রাঁচীতে


১.১২ হাজি শরিয়ৎ উল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) ফকির বিদ্রোহে

(খ) ওয়াহাবি আন্দোলনে

(গ) নীল বিদ্রোহে

(ঘ) ফরাজি আন্দোলনে

উত্তরঃ (ঘ) ফরাজি আন্দোলনে


১.১৩ সমসামরিক যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহীদের সমর্থন করেছিল সেটি হল -

(ক) সংবাদ প্রভাকর

(খ) সমাচার সুধাবর্ষণ

(গ) বঙ্গদূত

(ঘ) অরুণোদয়

উত্তরঃ (খ) সমাচার সুধাবর্ষণ


১.১৪ উনিশ শতককে 'সভাসমিতির যুগ' বলেছেন -

(ক) রামমোহন রায়

(খ) রমেশচন্দ্র মজুমদার

(গ) অনিল শীল

(ঘ) রজনীপাম দত্ত

উত্তরঃ (গ) অনিল শীল


১.১৫ ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন -

(ক) নবগোপাল মিত্র

(খ) রাজনারায়ণ বসু

(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রাজনারায়ণ বসু


১.১৬ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'গোরা' হল একটি -

(ক) কাব্যগ্রন্থ

(খ) উপন্যাস

(গ) ছোটগল্প

(ঘ) প্রবন্ধ

উত্তরঃ (খ) উপন্যাস


১.১৭ বাংলার গুটেনবার্গ বলা হয় -

(ক) চার্লস উইলকিনসকে

(খ) ন্যাথানিয়েল হ্যালহেডকে

(গ) পঞ্চানন কর্মকারকে

(ঘ) উইলিয়াম কেরিকে

উত্তরঃ (ক) চার্লস উইলকিনসকে


১.১৮ বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন -

(ক) উইলিয়াম কেরি

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(ঘ) স্কুল বুক সোসাইটি

উত্তরঃ (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য


১.১৯ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থানান্তরিত হয় শিবপুরে -

(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৮৮৩ খ্রিস্টাব্দে)


১.২০ 'বিশ্বভারতী' প্রতিষ্ঠা করেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close