ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 489
বিভাগ - খ
Download History App : Madhyamik History Suggestion 2022
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছেন?
উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ
২.১.২ 'হুতোম প্যাঁচা' কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ
২.১.৩ আরবি ভাষায় 'ফরাসি' শব্দের অর্থ কী?
উত্তরঃ ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
২.১.৪ বর্তমান পশ্চিমবঙ্গে 'জঙ্গল মহল' বলতে কোন্ অংশকে বোঝায়?
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার সমগ্র বনাঞ্চল।
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ১৯১১ সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আই এফ এ শিল্ড জয় করে।
উত্তরঃ ঠিক
২.২.২ 'বামাবোধিনী' পত্রিকা সম্পাদনা করতেন উমেশচন্দ্র চালু করেন।
উত্তরঃ ঠিক
২.২.৩ ওয়ারেন হেস্টিংস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
উত্তরঃ ভুল
২.২.৪ 'সিপাহী বিদ্রোহ' সংঘটিত হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ শ্রীরামপুর কলেজ
২.৪.২ বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র
২.৪.৩ ১৮৫৭ -এর মহাবিদ্রোহের কেন্দ্র
২.৪.৪ সন্ন্যাসে ও ফকির বিদ্রোহের এলাকা
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : উনিশ শতকে বাংলার সমাজে নারীরা ছিল অর্থনৈতিকভাবে পরাধীন।
ব্যাখ্যা ১ ঃ শুধুমাত্র স্ত্রীধনেরা ওপর নারীদের অধিকার ছিল।
ব্যাখ্যা ২ ঃ স্ত্রীধন ব্যতীত সম্পত্তির ওপর নারীরা অধিকার ছিলা না।
ব্যাখ্যা ৩ ঃ অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের ওপর নির্ভরশীল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের ওপর নির্ভরশীল।
২.৫.২ বিবৃতি : হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল খুব গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১ ঃ নীলকর সাহেবের অত্যাচারের কথা তুলে ধরেছিল।
ব্যাখ্যা ২ ঃ তরুন সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সজাগ করে তুলেছিল।
ব্যাখ্যা ৩ ঃ শ্রমিক আন্দোলনকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিল।
উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ নীলকর সাহেবের অত্যাচারের কথা তুলে ধরেছিল।
২.৫.৩ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন।
ব্যাখ্যা ১ ঃ চৌরচৌরা ঘটনার প্রতিবাদে।
ব্যাখ্যা ২ ঃ আইন অমান্য আন্দোলনে ইংরেজ সরকারের নিষ্ঠুর দমন নীতির প্রতিবাদে।
ব্যাখ্যা ৩ ঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে।
২.৫.৪ বিবৃতি : ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 'ভারত সভা' প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১ ঃ ইংরেজ বিরোধী আন্দোলনে জড়িয়ে নিজের সুখ্যাতি অর্জন করার জন্য।
ব্যাখ্যা ২ ঃ ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য।
ব্যাখ্যা ৩ ঃ ইলবার্ট বিলের স্বপক্ষে জনমত গড়ে তোলার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য।
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ