ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 512
বিভাগ - ক
Download History App : Madhyamik History Suggestion 2022
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন -
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পতির্গীজরা
উত্তরঃ (ক) ইংরেজরা
১.২ 'খেলা যখন ইতিহাস' গ্রন্থটি রচনা করেন -
(ক) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(খ) বোরিয়া মজুমদার
(গ) রূপক সাহা
(ঘ) গৌতম ভট্টাচার্য
উত্তরঃ (ক) কৌশিক বন্দ্যোপাধ্যায়
১.৩ সাবলর্টান স্টাডিজের প্রবর্তন -
(ক) মার্ক ব্লখ
(খ) রণজিৎ গুহ
(গ) তপন রায়চৌধুরী
(ঘ) রমেশচন্দ্র মজুমদার
উত্তরঃ (খ) রণজিৎ গুহ
১.৪ ভারতের প্রথম চলচ্চিত্র হল -
(ক) জামাই ষষ্ঠী
(খ) বিল্বমঙ্গল
(গ) বালিকা বধূ
(ঘ) রাজা হরিশচন্দ্র
উত্তরঃ (ঘ) রাজা হরিশচন্দ্র
১.৫ 'ব্রাহ্মসভা' প্রতিষ্ঠা করেন -
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাজা রামমোহন রায়
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়
১.৬ পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম হল -
(ক) হেয়ার স্কুল
(খ) বেথুন স্কুল
(গ) কলেজিয়েট স্কুল
(ঘ) হিন্দু স্কুল
উত্তরঃ (ক) হেয়ার স্কুল
১.৭ মেকলের মিনিট কবে পাশ করা হয় -
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
১.৮ কলকাতা মেডিকেল কলেজ প্রথম শব ব্যবচ্ছেদ করেন -
(ক) নবীনচন্দ্র মিত্র
(খ) দ্বারকানাথ বিদ্যাভূঢণ
(গ) উমাচরণ ধর
(ঘ) মধুসূদন গুপ্ত
উত্তরঃ (ঘ) মধুসূদন গুপ্ত
১.৯ 'বাংলার নানাসাহেব' নামে পরিচিত ছিলেন -
(ক) হরিশচন্দ্র মিখোপাধ্যায়
(খ) কুমুদরঞ্জন মল্লিক
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রামরতন মল্লিক
উত্তরঃ (ঘ) রামরতন মল্লিক
১.১০ ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান -
(ক) সৈয়দ আহমেদ
(খ) আবদুল ওয়াহাব
(গ) তিতুমির
(ঘ) মৈনুদ্দিন
উত্তরঃ (ক) সৈয়দ আহমেদ
১.১১ উপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ হল -
(ক) রংপুর বিদ্রোহ
(খ) সন্ন্যাসী বিদ্রোহ
(গ) নীল বিদ্রোহ
(ঘ) পাবনা বিদ্রোহ
উত্তরঃ (খ) সন্ন্যাসী বিদ্রোহ
১.১২ 'ফরাজি' কথার অর্থ হল -
(ক) আল্লাহর কাছে নিজেকে নিবেদন
(খ) নবজাগরণ
(গ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য
(ঘ) মহম্মদ নির্দেশিতিপথ
উত্তরঃ (গ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য
১.১৩ 'ভারত সভার' প্রথম সভাপতি ছিলেন -
(ক) রাজনারায়ণ বসু
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) মনমোহন ঘোষ
উত্তরঃ (গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
১.১৪ 'দেশীয় সংবাদপত্র আইন' ও অস্ত্র আইন চালু হয় -
(ক) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
১.১৫ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন -
(ক) নানাসাহেব
(খ) তাঁতিয়া তোপি
(গ) রানী লক্ষ্মীবাঈ
(ঘ) মঙ্গল পান্ডে
উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে
১.১৬ ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল -
(ক) ভারত সভা
(খ) বিন্দুমেলা
(গ) মহাজন সভা
(ঘ) জমিদার সভা
উত্তরঃ (ক) ভারত সভা
১.১৭ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন -
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মেঘনাদ সাহা
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু
১.১৮ 'রমন এফেক্ট' আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পান -
(ক) মেঘনাদ সাহা
(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(গ) সি ভি রমন
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ (গ) সি ভি রমন
১.১৯ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স' -এর প্রথম অধিকর্তা ছিলেন -
(ক) ডঃ মহেন্দ্রলাল সরকার
(খ) ডঃ নীলরতন সরকার
(গ) ইউজিন লাঁফো
(ঘ) প্যারিমোহন মুখোপাধ্যায়
উত্তরঃ (ক) ডঃ মহেন্দ্রলাল সরকার
১.২০ 'সন্দেশ' পত্রিকার সম্পাদক ছিলেন -
(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(খ) লীলা মজুমদার
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) সত্যজিৎ রায়
উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ