ABTA MADHYAMIK TEST PAPERS 2021-202
GEOGRAPHY
PAGE - 294
বিভাগ - খ
২। সঠিক বাক্যটির পাশে 'শু' এবং ভুল বাক্যটির পাশে 'অ' লেখো (যে কোনো ছটি) :
২.১.১ গঙ্গানদীর ব-দ্বীপ ধনুকাকৃতি ব-দ্বীপ।
উত্তরঃ শুদ্ধ
২.১.২ মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে।
উত্তরঃ অশুদ্ধ
২.১.৩ কৃষ্ণমৃত্তিকা ধান চাষের জন্য আদর্শ।
উত্তরঃ অশুদ্ধ
২.১.৪ ঝাড়খণ্ড ভারতের নবীনতম রাজ্য।
উত্তরঃ অশুদ্ধ
২.১.৫ পেট্রো রয়ায়ন শিল্পকে আধুনিক শিল্পকে আধুনিক শিল্পের দানব বলে।
উত্তরঃ শুদ্ধ
২.১.৬ বিহার ও ছত্তিশগড় রাজ্যে চিরহরিৎ অরণ্য দেখা যায়।
উত্তরঃ অশুদ্ধ
২.১.৭ ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাক।
উত্তরঃ শুদ্ধ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো : (যে কোনো ছটি) :
২.২.১ __________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত।
উত্তরঃ মিয়েন্ডারেস
২.২.২ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল _________।
উত্তরঃ হুবার্ড
২.২.৩ ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম __________।
উত্তরঃ ইন্দিরা পয়েন্ট
২.২.৪ __________ ভারতের সর্বাধিক জনবহুল শহর ।
উত্তরঃ মুম্বাই
২.২.৫ বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করে __________ শস্য।
উত্তরঃ খারিফ
২.২.৬ ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর __________ শহরে অবস্থিত।
উত্তরঃ কলকাতা
২.২.৭ ভারতে স্বাক্ষরতার হার __________।
উত্তরঃ ৭৪.০৪%
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছটি) :
২.৩.১ হিমশৈল কাকে বলে?
উত্তরঃ সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড়ো বড়ো বরফের চাঁই হলো হিমশৈল।
২.৩.২ দু'টি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে?
উত্তরঃ জলবিভাজিকা
২.৩.৩ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো?
উত্তরঃ আউশ ধান
২.৩.৪ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ গোদাবরী
২.৩.৫ ভারতের কোন্ অরন্যে সিংহ পাওয়া যায়?
উত্তরঃ গুজরাটের গির অরণ্যে
২.৩.৬ ভারতের কোন্ রাজ্য হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
উত্তরঃ পশ্চিমবঙ্গ
২.৩.৭ বেট কী?
উত্তরঃ উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত কিছুটা নিচু সমতল ভূমিকে পাঞ্জাবে বেট বলে।
২.৪ বামদিকের সঙ্গে ডানডিকেরগুলি মিলিয়ে লেখো :
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ