LightBlog
Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 294 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 294 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-202

GEOGRAPHY

PAGE - 294


বিভাগ - ক


বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে -

(ক) ক্যানিয়ন

(খ) V আকৃতির উপত্যকা

(গ) মন্থ কূপ

(ঘ) ধান্দ

উত্তরঃ (ক) ক্যানিয়ন


১.২ পাখির পায়ের মতো ব-দ্বীপ গঠিত হয়েছে -

(ক) নীলনদের মোহনায়

(খ) হোয়াংহোর মোহনায়

(গ) সিন্ধুনদের মোহনায়

(ঘ) গঙ্গানদীর মোহনায়

উত্তরঃ কোনোটিই নয় (মিসৌরিমিসিসিপি নদীর মোহনায়)


১.৩ অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় -

(ক) উচ্চপ্রবাহ

(খ) মধ্যপ্রবাহ

(গ) নিম্ন প্রবাহ

(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ (গ) নিম্ন প্রবাহ


১.৪ সমভূমিতে নদী উপত্যকায় সৃষ্টি হয় -

(ক) জলপ্রপাত

(খ) মন্তকূপ

(গ) বাজাদা

(ঘ) স্বাভাবিক বাঁধ

উত্তরঃ (ঘ) স্বাভাবিক বাঁধ


১.৫ ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে কোন ভূমিরূপটি -

(ক) এসকার

(খ) প্লায়া

(গ) ভ্যালি ট্রেন

(ঘ) ড্রামলিন

উত্তরঃ (ঘ) ড্রামলিন


১.৬ ভারতের কোন অঙ্গরাজ্যটি ভেঙে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে -

(ক) অন্ধ্রপ্রদেশ

(খ) মধ্যপ্রদেশ

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) জম্মু-কাশ্মীর

উত্তরঃ (ঘ) জম্মু-কাশ্মীর


১.৭ শিবালিক পর্বতের পাদদেশে ছোটো ছোটো শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে -

(ক) খাদর

(খ) ভাঙর

(গ) ভাবর

(ঘ) বেট বলে

উত্তরঃ (গ) ভাবর


১.৮ ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরন হল -

(ক) প্যাংগং হ্রদ

(খ) ভীমতাল

(গ) ডাল হ্রদ

(ঘ) লোকটাক হ্রদ

উত্তরঃ (ক) প্যাংগং হ্রদ


১.৯ গম হল একটি -

(ক) রবি শস্য

(খ) খারিপ শস্য

(গ) জায়িদ শস্য

(ঘ) পানীয় ফসল

উত্তরঃ (ক) রবি শস্য


১.১০ ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হল -

(ক) দামোদর

(খ) ভাকরা নাঙ্গাল

(গ) রিহান্দ

(ঘ) হীরাকুঁদ

উত্তরঃ (খ) ভাকরা নাঙ্গাল


১.১১ লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামাল হল -

(ক) আকরিক লৌহ

(খ) ম্যাঙ্গানিজ

(গ) কয়লা

(ঘ) সবগুলিই প্রয়োজ্য

উত্তরঃ (ঘ) সবগুলিই প্রয়োজ্য


১.১২ ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় -

(ক) গাঙ্গেয় সমভূমি

(খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল

(গ) সুন্দরবন

(ঘ) মরু অঞ্চল

উত্তরঃ (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল


১.১৩ ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য -

(ক) পশ্চিমবঙ্গ

(খ) পাঞ্জাব

(গ) হরিয়ানা

(ঘ) উত্তরপ্রদেশ

উত্তরঃ (খ) পাঞ্জাব


১.১৪ উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যে দীর্ঘ সড়ক পথ নির্মিত হয়েছে তাকে বলে -

(ক) পূর্ব-পশ্চিম করিডর

(খ) উত্তর-দক্ষিণ করিডর

(গ) সোনালী চতুর্ভূজ

(ঘ) উত্তর-মধ্য করিডর

উত্তরঃ (খ) উত্তর-দক্ষিণ করিডর


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close