ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 84
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তর নির্বাচন করো :
১.১ 'নিদ্রা চলন' দেখা যায় -
(ক) সন্ধ্যামালতীর পাতায়
(খ) তেঁতুল গাছের পাতায়
(গ) আমগাছের পাতায়
(ঘ) কচু গাছের পাতায়
উত্তরঃ (খ) তেঁতুল গাছের পাতায়
১.২ 'দৈহিক উষ্ণতা' নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল -
(ক) থ্যালামাস
(খ) লঘু মস্তিষ্ক
(গ) হাইপোথ্যালামাস
(ঘ) সুষুম্মাশীর্ষক
উত্তরঃ (গ) হাইপোথ্যালামাস
১.৩ নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোন্টি ক্যাটেকোলামাইন -
(ক) ADH ও STH
(খ) ইন্সুলিন-অ্যাড্রিনালিন
(গ) অ্যাড্রিনালিন-নর অ্যাড্রিনালিন
(ঘ) FSH ও LH
উত্তরঃ (গ) অ্যাড্রিনালিন-নর অ্যাড্রিনালিন
১.৪ কোন্ বক্তব্যটি সঠিক নয় -
(ক) হাইপোথ্যালামাস রিলেস্টেশন হিসেবে কাজ করে
(খ) থ্যালামাস রিলেসেন্টার হিসেবে কাজ করে
(গ) প্রতিবর্ত চাপের অন্তর্বতী স্নায়ুটি সংজ্ঞাবহ
(ঘ) পনস পশ্চাস মস্তিষ্কের অংশ
উত্তরঃ (ক) হাইপোথ্যালামাস রিলেস্টেশন হিসেবে কাজ করে
১.৫ অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় -
(ক) থাইরক্সিনকে
(খ) ইনসুলিনকে
(গ) গ্লুকাগনকে
(ঘ) অ্যাড্রিনালিনকে
উত্তরঃ (খ) ইনসুলিনকে
১.৬ মানুষের ক্রোমোজোমে টেলোমিয়ারের বেস মজ্জাটি হল -
(ক) TTAGGG
(খ) AATGGG
(গ) TATAAT
(ঘ) ATCGAT
উত্তরঃ (ক) TTAGGG
১.৭ সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন উদ্ভিদ হল -
(ক) স্পাইরোগাইরা
(খ) মস
(গ) অ্যাগারিকাস
(ঘ) ফার্ন
উত্তরঃ (ক) স্পাইরোগাইরা
১.৮ সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থকীতে কোষের বিন্যাস প্রকৃতি হল -
(ক) 2 + 3 + 2
(খ) 3 + 1 + 3
(গ) 3 + 2 + 2
(ঘ) 3 + 3 + 1
উত্তরঃ (ঘ) 3 + 3 + 1
১.৯ তুমি মাইটোসিস কোলবিভাজনের একটি দশায় দেখলে যে ক্রোমোজোমগুলিকে I J V U ও L এর মতো দেখতে দশাটি হল -
(ক) প্রফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (গ) অ্যানাফেজ
১.১০ কোনো একটি DNA খন্ডে A (অ্যাডিনিন) যদি 30% হয় তাহলে G C ও T এর শতকরা মান হয় যথাক্রমে -
(ক) 20%, 20%, 20%
(খ) 30%, 30%, 30%
(গ) 20%, 20%, 30%
(ঘ) 30%, 20%, 20%
উত্তরঃ (গ) 20%, 20%, 30%
১.১১ জিন শব্দের প্রবক্ত হলেন -
(ক) মেন্ডেল
(খ) বেটিসন
(গ) জোহানসেন
(ঘ) মরগ্যান
উত্তরঃ (গ) জোহানসেন
১.১২ একজন মহিলা বর্ণান্ধ হলে কোন্টি সঠিক তা নির্ণয় করো -
(ক) মহিলার মাতা বর্ণান্ধ
(খ) মহিলার পিতা বর্ণান্ধ
(গ) মহিলার মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক
(ঘ) মহিলার মাতা ও পিতা উভয়েই বর্ণান্ধ
উত্তরঃ (ঘ) মহিলার মাতা ও পিতা উভয়েই বর্ণান্ধ
১.১৩ কোন্ রোগটিকে রয়্যাল ডিজিজ বলা হয় -
(ক) থ্যালাসেমিয়া
(খ) বর্ণান্ধতাকে
(গ) হিমোফিলিয়াকে
(ঘ) ক্যান্সারকে
উত্তরঃ (গ) হিমোফিলিয়াকে
১.১৪ AaBbCc জিনোটাইপ থেকে কয়প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে -
(ক) ছয়টি
(খ) চারটি
(গ) আটটি
(ঘ) দশটি
উত্তরঃ (গ) আটটি
১.১৫ কোন্টি 'X' ক্রোমোজোমাল প্রচ্ছন্নধর্মী রোগ নয় -
(ক) হিমোফিলিয়া
(খ) বর্ণান্ধতা
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) ক্রিটমাস রোগ
উত্তরঃ (গ) থ্যালাসেমিয়া
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ