Madhyamik History Last Minute Suggestion 2022 মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik History Last Minute Suggestion 2022 মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস 

লাস্ট মিনিট সাজেশন ২০২২


প্রথম অধ্যায়


(১) সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?


(২) সত্যজিৎ রায় বিখ্যাত কেন?


(৩) পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?


(৪) আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?


(৫) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।


(৬) ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো।


(৭) নারী ইতিহাসের চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো।


দ্বিতীয় অধ্যায়


(১) বামাবোধিনী পত্রিকা থেকে নারী শিক্ষা বিষয়ে কী কী তথ্য পাওয়া যায়?


(২) "হুতোম প্যাঁচার নকশা" উনিশ শতকের সংস্কৃতির কথা কীভাবে জানা যায়?


(৩) মেকলে মিনিট বলতে কী বোঝো?


(৪) উডের নির্দেশিনামা বলতে কি বোঝো?


(৫) বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।


(৬) পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের দুটি অবদান উল্লেখ করো।


(৭) শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত?


(৮) ডাঃ মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?


(৯) ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি সমাজসংস্কারমূলক কাজের উল্লেখ করো।


(১০) নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হত?


(১১) প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক কী?


(১২) নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।


(১৩) এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিক্যাল কলেজের ভূমিকা কীরূপ ছিল?


(১৪) শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়বাদী মতাদর্শ বিশ্লেষণ করো।


(১৫) স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।


(১৬) পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ইতিহাসে ডেভিড হেয়ারের অবদান ব্যাখ্যা করো।


(১৭) সমাজসংস্কারের ক্ষেত্রে ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলনের ভূমিকা আলোচনা করো।


তৃতীয় অধ্যায়


(১) ঔপনিবেশিক অরন্য আইনের উদ্দেশ্য কী ছিল?


(২) কোল বিদ্রোহের কারণ কী?


(৩) ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?


(৪) দুদু মিঞা স্মরীয় কেন?


(৫) নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।


(৬) নীলবিদ্রোহে হরিশ্চচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল?


(৭) সাঁওতাল বিদ্রোহের কারনগুলি আলোচনা করো।


(৮) মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।


(৯) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।


(১০) বারাসাত বিদ্রোহের ব্যর্থতার কারণ কী?


(১১) নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।


চতুর্থ অধ্যায়


(১) মহারানির ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী?


(২) উনিশ শতকের দ্বিতীয়ার্ধের সভাসমিতির যুগ বলা হয় কেন?


(৩) ভারতসভার লক্ষ্যগুলি কি ছিল?


(৪) হিন্দুমেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো,


(৫) আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?


(৬) গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?


(৭) ১৮৫৭ খ্রিস্তাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোয়াব কীভাবে প্রকাশিত হয়েছিল?


(৮) ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব বর্ণনা করো।


(৯) অবনীন্দ্রনাথের ভারতমাতা-র সংক্ষিপ্ত পরিচয় দাও।


(১০) গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন?


(১১) সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।


(১২) "বর্ত্তমান ভারত" গ্রন্থে বিবেকানন্দের জাতীয়তাবাদের রূপ কীভাবে প্রস্ফুটিত হয়েছে?


পঞ্চম অধ্যায়


(১) বাংলার ছাপাখনার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?


(২) বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?


(৩) উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা ছিল?


(৪) বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?


(৫) শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়?


(৬) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।


(৭) বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ভূমিকা আলোচনা করো।


(৮) কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল?


(৯) বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে একটি টীকা লেখো।


(১০) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিভিন্ন রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close