প্রথম শ্রেণি
পূর্ণমান - ৩০
সংযোগ স্থাপনে সক্ষমতা
১) নীচের পাঠটি এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো :
আজ বুধবার, ছুটি। নুটু তাই খুব খুশী। সেও যাবে কুলবনে। কিছু মুড়ি নেব আর নুন। চড়িভাতি হবে। ঝুড়ি নিতে হবে। তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। উমা খুশী হবে। ঊষা খুশী হবে।
ক) নুটু খুব খুশী কেন?
উত্তরঃ বুধবারে ছুটি বলে নুটু খুব খুশী।
খ) কুববনে যাবে কেন?
উত্তরঃ কুলবনে চড়িভাতিতে যাবে।
২) Cirele the English vowel letters from the list of words :
(i) doll
Answer : o
(ii) bat
Answer : a
৩) খোপের ভেতরে > বা < বসাও :
(ক) ৬ ২
উত্তরঃ ৬ > ২
(খ) ৩ ৮
উত্তরঃ ৩ < ৮
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ