ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 209
বিভাগ - খ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হল বার্খান।
উত্তরঃ শু
২.১.২ কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিরাশিকে ভার্ব বলে।
উত্তরঃ শু
২.১.৩ কর্ণাটক মালভূমির পূর্বাংশকে ময়দান বলা হয়।
উত্তরঃ শু
২.১.৪ থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায়।
উত্তরঃ অ
২.১.৫ শ্বাসমূল পর্ণমোচী বৃক্ষে দেখা যায়।
উত্তরঃ অ
২.১.৬ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি।
উত্তরঃ শু
২.১.৭ বল উইভিল পোকার আক্রমণ ঘটে ধান গাছে।
উত্তরঃ অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ __________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডার' নামে পরিচিত।
উত্তরঃ মিয়েন্ডার
২.২.২ সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন একটি __________ এর উদাহরণ।
উত্তরঃ পিরামিড চূড়া
২.২.৩ বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা __________।
উত্তরঃ ২৮
২.২.৪ ভারতের দীর্ঘতম উপনদীর নাম ___________।
উত্তরঃ যমুনা
২.২.৫ রাজস্থানের ধূলিঝড় __________ নামে পরিচিত।
উত্তরঃ আঁধি
২.২.৬ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে __________।
উত্তরঃ দেরাদুন
২.২.৭ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ___________।
উত্তরঃ ন্যাপথা
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) :
২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
উত্তরঃ জলবিভাজন
২.৩.২ হিমবাহবাহিত ক্ষয়জাত পদার্থকে কী বলে?
উত্তরঃ মোরেন
২.৩.৩ সাহারায় দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে?
উত্তরঃ গাছি
২.৩.৪ ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কত সালে কার্যকরী হয়?
উত্তরঃ ১৯৫৬ সালে
২.৩.৫ কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায়?
উত্তরঃ কাশ্মীর
২.৩.৬ কৃষ্ণা ও গোদাবরী নদীর মোহনার মধ্যবর্তী হ্রদের নাম লেখো।
উত্তরঃ কোলেরু হ্রদ
২.৩.৭ যে মাটির pH এর মান ৭ এর কম, সেটি কোন্ ধরনের মাটি?
উত্তরঃ আম্লিক
২.৩.৮ SEZ শব্দটির পুরো কথা কী?
উত্তরঃ স্পেসাল একোনমিক জোন
২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ