Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page - 146 Part - 1
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page - 146 Part - 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 146


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ 'সন্ধ্যাতারা' একটি -

(ক) সিনেমা

(খ) উপন্যাস

(গ) পত্রিকা

(ঘ) হোটেলের নাম

উত্তরঃ (গ) পত্রিকা


১.২ 'খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো' - বক্তা -

(ক) জগদীশবাবু

(খ) কাশীনাথ

(গ) পুলিশ

(ঘ) ভবতোষ

উত্তরঃ (খ) কাশীনাথ


১.৩ 'অপূর্ব রাজি হইয়াছিল।' - কার অনুরোধ? -

(ক) রামদাসের

(খ) জগদীশবাবুর

(গ) রামদাসের স্ত্রীর

(ঘ) নিমাইবাবুর

উত্তরঃ (গ) রামদাসের স্ত্রীর


১.৪ 'তার চামর দুলায়' - কে? -

(ক) মহাসিন্ধু

(খ) দ্বাদশ রবি

(গ) বিশ্বমাতা

(ঘ) ধূমকেতু

উত্তরঃ (ঘ) ধূমকেতু


১.৫ হৈমবতীসূত যথা নাশিতে...' - হৈমবতীসূত কে? -

(ক) কার্তিক

(খ) গনেশ

(গ) শিব

(ঘ) অর্জুন

উত্তরঃ (ক) কার্তিক


১.৬ "ছড়ানো রয়েছে কাছে দূরে"। - কী ছড়ানো আছে? -

(ক) বাড়ি

(খ) পাথর

(গ) শিশুদের শব

(ঘ) গিরিখাদ

উত্তরঃ (গ) শিশুদের শব


১.৭ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হল -

(ক) রজনী

(খ) ডমরুধর

(গ) বলাকা

(ঘ) রাজকাহিনী

উত্তরঃ (খ) ডমরুধর


১.৮ 'লাঠি' তোমার দিন ফুরাইয়াছে।' - কথাটি বলেছিলেন -

(ক) বঙ্কিমচন্দ্র

(খ) রবীন্দ্রনাথ

(গ) শরৎচন্দ্র

(ঘ) শৈলজানন্দ

উত্তরঃ (ক) বঙ্কিমচন্দ্র


১.৯ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা শৈলজাল পেয়েছিলেন কার কাছ থেকে? -

(ক) সত্যজিৎ রায়

(খ) রবীন্দ্রনাথ

(গ) বঙ্কিমচন্দ্র

(ঘ) শরৎচন্দ্র

উত্তরঃ (ঘ) শরৎচন্দ্র


১.১০ কারক কথার অর্থ -

(ক) সম্পর্কহীন

(খ) সম্পর্ক

(গ) কর্তা

(ঘ) যিনি সৃষ্টি করেন

উত্তরঃ (ঘ) যিনি সৃষ্টি করেন


১.১১ টি, টা, খানা, খানি - এগুলি হল -

(ক) নির্দেশক

(খ) অনূল্য

(গ) কর্তৃকারক

(ঘ) বিভক্তি

উত্তরঃ (ক) নির্দেশক


১.১২ বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলক হোক। - বাছা হল -

(ক) কর্তৃকারক

(খ) সম্বন্ধ পদ

(গ) সম্বোধন পদ

(ঘ) কর্তৃকারক

উত্তরঃ (গ) সম্বোধন পদ


১.১৩ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাস -

(ক) রূপক কর্মধারয়

(খ) উপমিত কর্মধারয়

(গ) সহার্থক বহুব্রীহি

(ঘ) দ্বিগু সমাস

উত্তরঃ (ক) রূপক কর্মধারয়


১.১৪ সপ্তাহ যে সমাসের উদাহরণ -

(ক) তৎপুরুষ

(খ) কর্মধারয়

(গ) দ্বিগু

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ (গ) দ্বিগু


১.১৫ 'হৈমবতীসুত যথা নাশিতে তারকে মহাসুর'। - রেখাঙ্কিত পদটি যে কারক -

(ক) কর্তৃকারক

(খ) কর্মকারক

(গ) করণ কারক

(ঘ) অধিকরণ কারক

উত্তরঃ (খ) কর্মকারক


১.১৬ কোন্‌টি কর্ম তৎপুরুষের উদাহরণ? -

(ক) আত্মরক্ষা

(খ) আজীবন

(গ) আকাশোবানী

(ঘ) অসম্ভব

উত্তরঃ (ক) আত্মরক্ষা


১.১৭ কর্মধারয় সমাসে -

(ক) পূর্বপদের অর্থই প্রধান

(খ) উভয় অর্থ প্রধান

(গ) পরপদের অর্থ প্রধান

(ঘ) ভিন্ন অর্থের দ্যোতনা পাওয়া যায়

উত্তরঃ (গ) পরপদের অর্থ প্রধান


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close