Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি "হেরিটেজ সাইট" ঘোষণা করা হয়? -
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৮৯ সালে
(গ) ১৯৯৯ সালে
(ঘ) ১৯৬৯ সালে
উত্তরঃ (খ) ১৯৮৯ সালে
প্রশ্নঃ উত্তর দিনাজপুরের সদর শহর কোন্টি? -
(ক) সিউড়ি
(খ) তমলুক
(গ) রায়গঞ্জ
(ঘ) বালুরঘাট
উত্তরঃ (গ) রায়গঞ্জ
প্রশ্নঃ রাজ্য পুনর্গঠনের সুপারিশ পশ্চিমবঙ্গের কবে রূপায়িত হয়েছিল? -
(ক) ১৯২০ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৬৫ সালে
(ঘ) ১৯৪৫ সালে
উত্তরঃ (খ) ১৯৫৬ সালে
প্রশ্নঃ স্পিনার কথাটি কোন্ খেলার সঙ্গে সম্পর্কিত? -
(ক) ক্রিকেট
(খ) ফুটবল
(গ) ব্যাডমিন্টন
(ঘ) বেসবল
উত্তরঃ (ক) ক্রিকেট
প্রশ্নঃ ভারতের কমিউনিস্ট দল কবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে? -
(ক) ১৯২৫ সালে
(খ) ১৯২৬ সালে
(গ) ১৯২৭ সালে
(ঘ) ১৯২৮ সালে
উত্তরঃ (ঘ) ১৯২৮ সালে
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ