স্বাস্থ্য ও শারীরশিক্ষা
দ্বিতীয় শ্রেণি
পূর্ণমান - ৩০
১। শূন্যস্থানটি পূরণ করো বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে :
(ক) আমার প্রতিজ্ঞা :
সব কাজে সব খানে যেন হই সৎ,
ভালো হয়ে চলবই নিয়েছি __________।
(i) শপথ
(ii) প্রতিজ্ঞা
উত্তরঃ (i) শপথ
(খ) আমার প্রতিজ্ঞা :
সব জাতি ধর্মকে দেব সম্মান,
__________ যে একজাতি আর এক প্রাণ।
(i) সকলে
(ii) আমরা
উত্তরঃ (ii) আমরা
(গ) সুস্বাস্থ্য :
শরীর ও __________ যদি তুমি
সুস্থ রাখতে চাও।
(i) স্বাস্থ্য
(ii) মন
উত্তরঃ (ii) মন
(ঘ) সুস্বাস্থ্য :
সময়মতো __________ এবং
নিয়মমতো খাও।
(i) পড়ো
(ii) ঘুমাও
উত্তরঃ (ii) ঘুমাও
(ঙ) সুস্বাস্থ্য :
পড়ালেখার পাশাপাশি
করবে __________।
(i) খেলাধূলো
(ii) গল্পগুলো
উত্তরঃ (i) খেলাধূলো
(চ) সুস্থাস্থ্য :
মনের থেকে দূরে রাখবে
__________ ভাবনাগুলো।
(i) মন্দ
(ii) দন্দ
উত্তরঃ (i) মন্দ
(ছ) সুস্বাস্থ্য :
স্নান করবে, হাত পা __________
পোশাক পরবে ঠিক,
(i) ধোবে
(ii) ঘষবে
উত্তরঃ (i) ধোবে
(জ) __________ চলবে যখন
দেখবে চতুর্দিক।
(i) ঘরের মধ্যে
(ii) রাস্তাঘাটে
উত্তরঃ (ii) রাস্তাঘাটে
(ঝ) সুস্বাস্থ্য :
শরীরটাকে ফিট রাখতে
__________ যোগাসন,
(i) করবে
(ii) দেখবে
উত্তরঃ (i) করবে
(ঞ) সুস্বাস্থ্য:
বাবা____কথা শুনে চলবে গুরু সারাক্ষন।
(১) ভাইয়ের
(২) মায়ের
উত্তরঃ (২) মায়ের
(ট) দাঁতের যত্ন:
দাঁতে____রোগ হতে পারে তা বলি বারবার, নিয়ামতি করতে হবে দাঁত____।
(১) ক্ষয়, পরিষ্কার
(২)নয়, পরিষ্কার।
উত্তরঃ (১) ক্ষয়, পরিষ্কার
(ঠ) চোখের যত্ন:
____আছে বলেই যেন আমরা দেখতে পাই,
চোখের মতো___আর কোন কিছুই নাই।
(১) দাঁত, দামি
(২) চোখ, দামি
উত্তরঃ (২) চোখ, দামি
(ড) নখ ও চুলের যত্ন:
নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ হলে_____ভয়ানক।
(১) বিপদ
(২) আনন্দ
উত্তরঃ (১) বিপদ
(ঢ) হাঁচি ও কাশি:
হাঁচি আর ____, থাকে পাশাপাশি। যদি রোগ হয় বারে দুর্ভোগ।
(১) কাশি
(২) জ্বর
উত্তরঃ (১) কাশি
(ত) কানের যত্ন:
যানবাহনের বিকট______, সহ্য হয় না আর, কারখানা আরো তীব্র শব্দ করবে পরিহার।
(১) আওয়াজ
(২) শব্দ
উত্তরঃ (১) আওয়াজ
(থ) ত্বকের যত্ন:
খোস পাঁচড়া ছোঁয়াচে রোগ-সাবধানে তে থাকো, চর্মরোগে নিজেরই ক্ষত_____করে রাখো।
(১) আড়াল
(২) ওষুধ
উত্তরঃ (১) আড়াল
১) ঠিক শব্দগুলির পাশে '✔' দাওঃ
(ক) যিনি অসহায় তাকে _________ করে সুখী হবো।
(১) উপকার
(২) অপকার
উত্তরঃ (১) উপকার
(খ) এসো শত্রু নয় _______ হই।
(১) শত্রু
(২) বন্ধু
উত্তরঃ (২) বন্ধু
(গ) কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে ________ করে।
(১) জিভ দিয়ে
(২) কুলকুচি
উত্তরঃ (২) কুলকুচি
(ঘ) বেশি মাত্রায় টিভি, মোবাইল বা কম্পিউটারে কাজ করলে ______ ক্ষতি হতে পারে।
(১) চোখের
(২) ত্বকের
উত্তরঃ (১) চোখের
(ঙ) _______ বেড়ে উঠলে সময়মতো কাটতে হবে।
(১) দাঁত
(২) নখ
উত্তরঃ (২) নখ
(চ) যেকোনো জায়গায় _________ ফেললে অন্যকে রোগজীবাণু দেওয়া হয়।
(১) মাটি
(২) থুথু
উত্তরঃ (২) থুথু
(ছ) বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে _________ ধুতে হবে।
(১) হাত-পা
(২) কাগজপত্র
উত্তরঃ (১) হাত-পা
(জ) ________ রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে।
(১) পরিবেশ
(২) দূষণ
উত্তরঃ (২) দূষণ
৩। বামদিকের সাথে ডানদিক মিলিয়ে দেখাও :
বামদিক |
ডানদিক |
|
ঢেকে রাখা খাবার বিপদ এড়ায়। |
ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক। |
|
চোর ও পুলিশ খেলতে গিয়ে হিসাব শেখার মজা ভারি। |
|
জিভের ওপর ময়লা প্রলেপ, রোগের লক্ষণ। |
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ