Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট হয়েছিলনে -
(ক) কামিনী রায়
(খ) চন্দ্রমুখি বসু
(গ) আনন্দি গোপাল যোশী
(ঘ) কাদম্বিনী গাঙ্গুলী
উত্তরঃ (ক) কামিনী রায়
প্রশ্নঃ "গোরা" চরিত্রের স্রষ্টা হলেন -
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) জীবনান্দ দাশ
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ উদ্ভিদের যে চলন উদ্দিপনা গতিপথ ও তিব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল -
(ক) থার্মোন্যাস্টিক চলন
(খ) কেমোন্যাস্টিক চলন
(গ) ট্রপিক চলন
(ঘ) ট্যাকটিক চলন
উত্তরঃ (ঘ) ট্যাকটিক চলন
প্রশ্নঃ স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল -
(ক) পেরিক্যারিয়ান
(খ) নিউরোসাইটন
(গ) নিউরোন
(ঘ) নিউরোল্লিয়া
উত্তরঃ (গ) নিউরোন
প্রশ্নঃ রাশিয়ার মুদ্রার নাম কি? -
(ক) ইউরো
(খ) ডলার
(গ) কিনা
(ঘ) রুবেল
উত্তরঃ (ঘ) রুবেল
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ