Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ বারদলুই সত্যাগ্রহ হয়েছিল -
(ক) ১৯৩০ সালে
(খ) ১৯২৮ সালে
(গ) ১৯২৭ সালে
(ঘ) ১৯২৬ সালে
উত্তরঃ (খ) ১৯২৮ সালে
প্রশ্নঃ ভারতের প্রথম কোথায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? -
(ক) মুম্বাই
(খ) নিউ দিল্লি
(গ) কলকাতা
(ঘ) চেন্নাই
উত্তরঃ (খ) নিউ দিল্লি
প্রশ্নঃ দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল -
(ক) অন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(খ) ব্যারেন দ্বীপ
(গ) ফুজিয়ামা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ব্যারেন দ্বীপ
প্রশ্নঃ নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস হল -
(ক) ক্রেপটন
(খ) রেডন
(গ) আর্গন
(ঘ) নিয়ন
উত্তরঃ (খ) রেডন
প্রশ্নঃ সাদা কয়লা কাকে বলা হয় -
(ক) বায়ুশক্তিকে
(খ) জলবিদ্যুৎশক্তিকে
(গ) জোয়ার-ভাটা শক্তিতে
(ঘ) সৌরশক্তিকে
উত্তরঃ (খ) জলবিদ্যুৎশক্তিকে
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ