Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ মহাবিদ্রোহ হয়েছিল -
(ক) ১৮৫৫ সালে
(খ) ১৮৫৬ সালে
(গ) ১৮৫৭ সালে
(ঘ) ১৮৫৮ সালে
উত্তরঃ (গ) ১৮৫৭ সালে
প্রশ্নঃ ভারতের জাতীয় গাছ কী? -
(ক) অশথ্ব গাছ
(খ) বট গাছ
(গ) আম গাছ
(ঘ) কাঁঠাল গাছ
উত্তরঃ (খ) বট গাছ
প্রশ্নঃ টাইটানিক কত সালে ডুবে ছিল? -
(ক) ১৯১১ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯১৩ সালে
(ঘ) ১৯১৪ সালে
উত্তরঃ (খ) ১৯১২ সালে
প্রশ্নঃ কোন্ গাছকে সূর্য কন্যা বলা হয়? -
(ক) বট গাছ
(খ) আম গাছ
(গ) শিমুল গাছ
(ঘ) তুলা গাছ
উত্তরঃ (ঘ) তুলা গাছ
প্রশ্নঃ ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন -
(ক) ইলতুৎমিস
(খ) আলাউদ্দিন খিলজি
(গ) আকবর
(ঘ) বাবর
উত্তরঃ (গ) আকবর
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ