Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ GST কোন্ দেশে প্রথম চালু হয়? -
(ক) বাংলাদেশ
(খ) আমেরিকা
(গ) চীন
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (ঘ) ফ্রান্স
প্রশ্নঃ ভারতের তৃতীয় সর্বোচ্চ জাতীয় পুরষ্কার হল? -
(ক) পদ্মভূষণ
(খ) পদ্মবিভূষণ
(গ) পদ্মশ্রী
(ঘ) ভারতরত্ন
উত্তরঃ (ক) পদ্মভূষণ
প্রশ্নঃ কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে প্রাণ হারান কে? -
(ক) বিগ্রহপাল
(খ) দ্বিতীয় মহীপাল
(গ) গোপাল
(ঘ) রামপাল
উত্তরঃ (খ) দ্বিতীয় মহীপাল
প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল? -
(ক) ১৭৭০ সালে
(খ) ১৭৭২ সালে
(গ) ১৭৭৪ সালে
(ঘ) ১৭৭৬ সালে
উত্তরঃ (ক) ১৭৭০ সালে
প্রশ্নঃ ডোডো পাখিদের আস্তানা ছিল -
(ক) মরিশাস দ্বীপে
(খ) উত্তর মেরুতে
(গ) গ্রিনল্যান্ড
(ঘ) উপরের কোথায় নয়
উত্তরঃ (ক) মরিশাস দ্বীপে
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ