Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ লংমার্চ কোন্ দেশের ঘটনা? -
(ক) চীন
(খ) দক্ষিণ কোরিয়া
(গ) উত্তর কোরিয়া
(ঘ) জাপান
উত্তরঃ (ক) চীন
প্রশ্নঃ ভারতের একটি অর্ন্তবাহিনী নদী হল? -
(ক) লুনি
(খ) গঙ্গা
(গ) যমুনা
(ঘ) ব্রহ্মপুত্র
উত্তরঃ (ক) লুনি
প্রশ্নঃ সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল -
(ক) কালিকট
(খ) তাম্রলিপ্ত
(গ) সোপারা
(ঘ) কোচিন
উত্তরঃ (গ) সোপারা
প্রশ্নঃ বর্তমান ভারত কে রচনা করেন? -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ হায়দ্রাবাদ শহর কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) গোদাবরী
(খ) মুসি
(গ) সবরমতী
(ঘ) কৃষ্ণা
উত্তরঃ (খ) মুসি
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ