Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষর জেলা কোন্টি? -
(ক) পূর্ব মেদিনীপুর
(খ) দক্ষিণ ২৪ পরগনা
(গ) উত্তর ২৪ পরগনা
(ঘ) কলকাতা
উত্তরঃ (ক) পূর্ব মেদিনীপুর
প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কত সালে ঘটেছিল? -
(ক)১৯১৭ সালে
(খ) ১৯১৮ সালে
(গ) ১৯১৯ সালে
(ঘ) ১৯২০ সালে
উত্তরঃ (গ) ১৯১৯ সালে
প্রশ্নঃ জীবাশ্ম দেখা যায় কোন্ শিলায়? -
(ক) পাললিক শিলায়
(খ) রূপান্তরিত শিলায়
(গ) আগ্নেয় শিলায়
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) পাললিক শিলায়
প্রশ্নঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন্ শহরের ওপর দিয়ে কল্পিত হয়েছে? -
(ক) পুনে
(খ) ফরিদাবাদ
(গ) এলাহাবাদ
(ঘ) হায়দ্রাবাদ
উত্তরঃ (গ) এলাহাবাদ
প্রশ্নঃ হাম্পি কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) গোদাবরী
(খ) তুঙ্গভদ্রা
(গ) কাবেরী
(ঘ) কৃষ্ণা
উত্তরঃ (খ) তুঙ্গভদ্রা
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ