Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ কোনো স্থান ও তার প্রতিবাদস্থানের মধ্যে দ্রাঘিমার পার্থপক্য কত? -
(ক) ৪৫ ডিগ্রী
(খ) ৯০ ডিগ্রী
(গ) ১৮০ ডিগ্রী
(ঘ) ৩৬০ ডিগ্রী
উত্তরঃ (গ) ১৮০ ডিগ্রী
প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোন্টি? -
(ক) লাক্ষাদ্বীপ
(খ) দাদরা - নগর হাভেলি
(গ) দমন ও দিউ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) লাক্ষাদ্বীপ
প্রশ্নঃ ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সদর দপ্তর কোথায়? -
(ক) দিল্লী
(খ) চেন্নাই
(গ) দেরাদুন
(ঘ) পুনে
উত্তরঃ (গ) দেরাদুন
প্রশ্নঃ হায়দ্রাবাদের চার মিনার কে নির্মাণ করেছিলেন? -
(ক) নুরজাহান
(খ) কুলি কুতুব শাহ
(গ) ঔরঙ্গজেব
(ঘ) শাহজাহান
উত্তরঃ (খ) কুলি কুতুব শাহ
প্রশ্নঃ কলকাতার স্থানীয় সময় গ্রিনউইচের চেয়ে কত অগ্রগামী? -
(ক) ৪ ঘন্টা ৩০ মিনিট
(খ) ৫ ঘন্টা ৩০ মিনিট
(গ) ৬ ঘন্টা ৩০ মিনিট
(ঘ) ৭ ঘন্টা ৩০ মিনিট
উত্তরঃ (খ) ৫ ঘন্টা ৩০ মিনিট
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ