Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ LPG এর মূল উপাদান কোন্টি? -
(ক) ইথেন
(খ) প্রোপেন
(গ) বিউটেন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) বিউটেন
প্রশ্নঃ ৫৪তম জ্ঞানপীঠ পুরষ্কার পেলেন কে? -
(ক) সাহিত্যিক অমিতাভ ঘোষ
(খ) শঙ্ক ঘোষ
(গ) জয় গোস্বামী
(ঘ) অরুনাভ ঘোষ
উত্তরঃ (ক) সাহিত্যিক অমিতাভ ঘোষ
প্রশ্নঃ তিন বিঘা করিডর যোগ করেছে -
(ক) ভারত ও বাংলাদেশকে
(খ) ভারত ও ভুটানকে
(গ) ভারত ও চিনকে
(ঘ) ভারত ও পাকিস্থানকে
উত্তরঃ (ক) ভারত ও বাংলাদেশকে
প্রশ্নঃ মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? -
(ক) তঙ্গিয়া
(খ) মিলপা
(গ) রোকা
(ঘ) ঝুম
উত্তরঃ (খ) মিলপা
প্রশ্নঃ চিনা ভাষায় কিয়াং শব্দের অর্থ হলো -
(ক) উপকূল
(খ) মালভূমি
(গ) পর্বত
(ঘ) নদী
উত্তরঃ (ঘ) নদী
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ