Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ পাকল্যান্ড তৃণভূমি কোথায় অবস্থিত? -
(ক) নিউজিল্যান্ড
(খ) ওয়েস্ট ইন্ডিজ
(গ) দক্ষিণ আফ্রিকা
(ঘ) জিম্বাবুয়ে
উত্তরঃ (ঘ) জিম্বাবুয়ে
প্রশ্নঃ কিসের অভাবে ডায়াবেটিস রোগ হয়? -
(ক) ভিটামিন
(খ) ক্যালসিয়াম
(গ) ইনসুলিন
(ঘ) শর্করা
উত্তরঃ (গ) ইনসুলিন
প্রশ্নঃ একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায়? -
(ক) ২ থেকে ৩ লিটার
(খ) ৫ থেকে ৬ লিটার
(গ) ৪ থেকে ৮ লিটার
(ঘ) ৭ থেকে ৯ লিটার
উত্তরঃ (খ) ৫ থেকে ৬ লিটার
প্রশ্নঃ পাতার কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে -
(ক) মেসোফিল কলা
(খ) স্থায়ী কলা
(গ) ভাজক কলা
(ঘ) যোজক কলা
উত্তরঃ (ক) মেসোফিল কলা
প্রশ্নঃ মন্ট্রিল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? -
(ক) মিশর
(খ) ব্রাজিল
(গ) কানাডা
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) কানাডা
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ