আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণি
পূর্ণমান - ৪০
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম -
(ক) ভার্টিব্রা
(খ) টিবিয়া
(গ) হিউমেরাস
(ঘ) ফিমার
উত্তরঃ (গ) হিউমেরাস
১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো -
(ক) গোরু
(খ) ছাগল
(গ) শিয়াল
(ঘ) ভেড়া
উত্তরঃ (গ) শিয়াল
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো -
(ক) রুইমাছ
(খ) কেঁচো
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তরঃ (খ) কেঁচো
১.৪ পশ্চিমবঙ্গের চা চাষ হয় -
(ক) রাঢ় অঞ্চলে
(খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
(গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
(ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে
উত্তরঃ (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলো -
(ক) পারেস
(খ) ট্যাংরা
(গ) রুই
(ঘ) সার্ডিন
উত্তরঃ (ঘ) সার্ডিন
১.৬ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনটি পালিত হয় যে দিবস সেটি হলো -
(ক) শিক্ষক দিবস
(খ) পরিবেশ দিবস
(গ) শিশু দিবস
(ঘ) সাধারণতন্ত্র দিবস
উত্তরঃ (ক) শিক্ষক দিবস
২. শূন্যস্থান পূরণ করোঃ
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও __________।
উত্তরঃ বাংলাদেশ
২.২ বিপ্লবী সূর্য সেন __________ নামে পরিচিত ছিলেন।
উত্তরঃ মাস্টারদা
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো ___________।
উত্তরঃ গঙ্গা
৩.১ ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে ㄨ চিহ্ন দাও :
৩.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ।
উত্তরঃ ✓
৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তরঃ ✓
৩.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।
উত্তরঃ ㄨ
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
১.১ জলদাপাড়া | (ক) ডলফিন |
১.২ খড়গপুর | (খ) টেরাকোটার কাজ |
১.৩ বিষ্ণুপুর | (গ) আইআইটি শিক্ষাকেন্দ্র |
| (ঘ) গন্ডার |
উত্তরঃ
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
১.১ জলদাপাড়া | (ঘ) গন্ডার |
১.২ খড়গপুর | (গ) আইআইটি শিক্ষাকেন্দ্র |
১.৩ বিষ্ণুপুর | (খ) টেরাকোটার কাজ |
৫. একটি বাক্যে উত্তর দাও :
৫.১ কোন্ রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তরঃ যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টীকা দেওয়া হয়।
৫.২ কোন্ অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তরঃ হৃৎপিন্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।
৫.৩ কোন্ ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান থাকে?
উত্তরঃ দোঁয়াশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান থাকে।
৫.৪ কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন?
উত্তরঃ রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন।
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৬.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তরঃ আমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল -
(ক) লোহার জিনিসের উপর মরচে ধরা।
(খ) দুধ থেকে দই তৈরি করা।
৬.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো?
উত্তরঃ বৃষ্টির জল ধরে রাখার জন্য যে যে কাজ করবো তা নীচে আলোচনা করা হল -
প্রথমত, উন্মক্ত জায়গায় বৃষ্টির জলকে ধরে রেখে জলকে পরিস্রুত করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়।
দ্বিতীয়ত, তাছাড়া বৃষ্টির জল ধরে রেখে বাড়ির নানা কাজে যেমন - বাসন মাজা, কাপড় কাচা, ঘরমোছা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
তৃতীয়ত, কোনো নির্দিষ্ট জলাশয়ে বৃষ্টির জল ধরে রেখে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়।
৬.৩ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?
উত্তরঃ জমিতে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে যে যে ক্ষতি গুলি হয় তা নীচে আলোচনা করা হল -
প্রথমত, জমিতে যদি বেশি পরিমান রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় তাহলে মাটি অর্থাৎ সেই জমি দুষিত হতে পারে।
দ্বিতীয়ত, মাটি দূষিত হলে বৃষ্টির জলে সেই মাটি ধুয়ে পাশাপাশি কোনো জলাশয়ে গিয়ে পড়লে সেই জল দূষিত হতে পারে।
তৃতীয়ত, চাষের পরাগ মিলনে সাহায্যকারী প্রজাপতি, কীটপতঙ্গ জীবের জীবনও নাশ করে।
৬.৪ কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উত্তরঃ নীচে দামোদর ভ্যালি করপোরেশনের স্থাপনের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করা হল -
(ক) জলসেচের প্রসার করা
(খ) জলবদ্যুৎ উৎপাদন করা।
(গ) মাছ সংগ্রহ করা।
(ঘ) চাষের জল সংগ্রহ করা।
৬.৫ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর - সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি হল
(১) এই অঞ্চলের মাটিতে লবণের ভাগ বেশি।
(২) এই মাটিতে বালির ভাগ কম এবং কাদার ভাগ বেশি।
৬.৬ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তর - লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে তা হল
(১) লুপ্তপ্রায় মাছ ধরা বন্ধ করতে হবে।
(২) লুপ্তপ্রায় মাছ না ধরার নিষেধাজ্ঞা বোর্ড টাঙাতে হবে।
(৩) এসব মাছ ধরলে বা কেনা-বেচা করলে জরিমানা করতে হবে।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৭.১ মাটি কীভাবে তৈরি হয়?
উত্তরঃ প্রধানত আবহবিকারের জন্য অর্থৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির সাহায্যে যেমন - সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোত ইত্যাদির দ্বারা ভূপৃষ্ঠের উপরের শিলা ক্রমাগত ক্ষয় হয়ে ভেঙে শিলা চূর্ণে পরিনত হয়। শিলাচুর্ণের এই স্তরকে রেগোলিথ বলে। শিলাচূর্ণের মহ্যেকার খনিজ গুলির রাসায়নিক বিয়োজক ও শিলাচূর্ণের সাথে বভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। এই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বা রেগলিথ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিনত হয়।
৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?
উত্তরঃ পুকুর, নদী, হ্রদ প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে। উপরে ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়। আর পর্বতের মাথায় ঠান্ডা আরো বেশী বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমে বরফের আকার ধারণ করে।
৭.৩ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উত্তর - সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে। 'রাজার ছেলে রাজা হবে এরকম চলবে না। তাই ২৬শে জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ