Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের মাধ্যমে? -
(ক) স্পিডোমিটার
(খ) সিসমোগ্রাফ
(গ) ভিস্কোমিটার
(ঘ) সালিনোমিটার
উত্তরঃ (গ) ভিস্কোমিটার
প্রশ্নঃ সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক কি? -
(ক) বেসোফিল
(খ) জ্যান্থোফিল
(গ) ক্যারোটিন
(ঘ) ক্লোরোফিল
উত্তরঃ (ঘ) ক্লোরোফিল
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড়ো সাধুজলের হ্রদ কোন্টি? -
(ক) সুপিরিয়র
(খ) হুরণ
(গ) মিচিগান
(ঘ) সম্বর
উত্তরঃ (ক) সুপিরিয়র
প্রশ্নঃ আরাবল্লী একটা পুরোনো -
(ক) ব্লক পর্বত
(খ) আগ্নেয়গিরি
(গ) হস্ট
(ঘ) ভঙ্গিল পর্বত
উত্তরঃ (ঘ) ভঙ্গিল পর্বত
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি? -
(ক) সমীর পাত্র
(খ) মুকুল রায়
(গ) পার্থ চ্যাটার্জী
(ঘ) ব্রাত্য বসু
উত্তরঃ (ঘ) ব্রাত্য বসু
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ