Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ মাকড়সার রেচন অঙ্গের নাম কি? -
(ক) বোজেম্যানের অঙ্গ
(খ) প্লাজমা পর্দা
(গ) কক্সাল গ্রন্থি
(ঘ) সবুজ গ্রন্থি
উত্তরঃ (গ) কক্সাল গ্রন্থি
প্রশ্নঃ কাকে ভারতের অস্থিরতার জনক বলা হয়? -
(ক) লালা লাজপাত রাই
(খ) বাল গঙ্গাধর তিলক
(গ) গান্ধিজী
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (খ) বাল গঙ্গাধর তিলক
প্রশ্নঃ ভারতের পক্ষীমানব নামে যে বিখ্যাত ব্যক্তি পরিচিত ছিলেন? -
(ক) সেলিম আলি
(খ) প্রমোথেশ বড়ুয়া
(গ) বিজয় প্রকাশ
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (ক) সেলিম আলি
প্রশ্নঃ রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে চালানো হয়? -
(ক) ১৯২৫ সালে
(খ) ১৯২০ সালে
(গ) ১৯৪৫ সালে
(ঘ) ১৯৩০ সালে
উত্তরঃ (ঘ) ১৯৩০ সালে
প্রশ্নঃ অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো -
(ক) কেঁচো
(খ) অ্যামিবা
(গ) পাখি
(ঘ) ব্যাং
উত্তরঃ (খ) অ্যামিবা
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022