Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ যে প্রকারের অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে তা হল -
(ক) IgE
(খ) IgM
(গ) IgA
(ঘ) IgG
উত্তরঃ (ঘ) IgG
প্রশ্নঃ ভারতের প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোন্টি? -
(ক) সমাচার দর্পন
(খ) আনন্দবাজার পত্রিকা
(গ) দিকদর্শন
(ঘ) বেঙ্গল গেজেট
উত্তরঃ (ক) সমাচার দর্পন
প্রশ্নঃ কে এলাহাবাদ ফোর্ট স্থাপন করেন? -
(ক) শাহজাহান
(খ) আকবর
(গ) হুমায়ুন
(ঘ) বাবর
উত্তরঃ (খ) আকবর
প্রশ্নঃ কতক্ষজণ অন্তর জোয়ার ও ভাটা আসে? -
(ক) ২ ঘণ্টা
(খ) ৪ ঘন্টা
(গ) ৬ ঘন্টা
(ঘ) ৮ ঘন্টা
উত্তরঃ (গ) ৬ ঘন্টা
প্রশ্নঃ ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন -
(ক) রিতা ফারিয়া
(খ) জুনকো তাবেই
(গ) বাচেন্দ্রী পাল
(ঘ) আশাপূর্ণা দেবী
উত্তরঃ (গ) বাচেন্দ্রী পাল
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ