gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali
প্রশ্নঃ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? -
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) সমুদ্রগুপ্ত
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (গ) চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্নঃ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? -
(ক) ভেম্বা
(খ) পাংগং
(গ) চিল্কা
(ঘ) সম্বর
উত্তরঃ (গ) চিল্কা
প্রশ্নঃ পুঞ্চি কমিশন গঠিত হয় -
(ক) ২০০৫ সালে
(খ) ২০০৬ সালে
(গ) ২০০৭ সালে
(ঘ) ২০০৮ সালে
উত্তরঃ (গ) ২০০৭ সালে
প্রশ্নঃ ৬-১৪ বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন্ সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসাবে অন্তর্ভুক্ত হয় -
(ক) ৮২তম
(খ) ৮৩তম
(গ) ৮৫তম
(ঘ) ৮৬তম
উত্তরঃ (ঘ) ৮৬তম
প্রশ্নঃ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? -
(ক) চেন্নাই
(খ) দিল্লি
(গ) কলকাতা
(ঘ) মুম্বাই
উত্তরঃ (ঘ) মুম্বাই
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022