LightBlog
নাট্যাংশের বিষয়বস্তু নিজের ভাষার আলোচনা কর।/মা ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার বর্ণনা দাও।/নরেদ্রনাথের সাথে সাক্ষাতের পর শ্রীরামকৃষ্ণের মধ্যে যে চিত্তচাঞ্চল্য ও বিহ্বলতা দেখা দিয়েছিল তা নিজের ভাষায় লেখ।
Type Here to Get Search Results !

নাট্যাংশের বিষয়বস্তু নিজের ভাষার আলোচনা কর।/মা ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার বর্ণনা দাও।/নরেদ্রনাথের সাথে সাক্ষাতের পর শ্রীরামকৃষ্ণের মধ্যে যে চিত্তচাঞ্চল্য ও বিহ্বলতা দেখা দিয়েছিল তা নিজের ভাষায় লেখ।

 একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন 2022


ভারতবিবেকম্

 

প্রশ্নঃ- নাট্যাংশের বিষয়বস্তু নিজের ভাষার আলোচনা কর।/মা ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার বর্ণনা দাও।/নরেদ্রনাথের সাথে সাক্ষাতের পর শ্রীরামকৃষ্ণের মধ্যে যে চিত্তচাঞ্চল্য ও বিহ্বলতা দেখা দিয়েছিল তা নিজের ভাষায় লেখ।

উত্তরঃ- ডঃ যতীন্দ্রবিমল চৌধুরী রচিত "ভারতবিবেকম্" নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য "শ্রীরামকৃষ্ণেণ সহ শ্রীনরেন্দ্রস্য সাক্ষাৎকারঃ",যেখানে 1881 খ্রীঃ কোন এক রাত্রি সাত ঘটিকায় কলকাতার সিমুলিয়া অঞ্চলে ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের গৃহে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে শ্রীনরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকারের ঘটনা কাল্পনিক সংলাপের মাধ্যমে বিবৃত হয়েছে।

     শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ধ্যানজ্ঞান হলেন দেবী ভবতারিণী।তাঁকে উদ্দেশ্য করেই শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সুললিত কণ্ঠে মাতৃবন্দনা সংগীত শুরু করেন।তারপর সুরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন তাঁরই প্রতিবেশী নরেন্দ্রনাথ নামে এক সুকণ্ঠ তরুণ গায়ক আছে।এই নাম শোনা মাত্রই শ্রী ঠাকুর ব্যাকুল হয়ে পড়েন।নরেন্দ্র কথার অর্থ হল নরশ্রেষ্ঠ।তিনি যে সর্বলোকবরেণ্য উত্তরসাধক অন্বেষণ করছেন এই যুবকই কি সেই।সুরেন্দ্রনাথ মহাশয়ের সাথে চলে এলো নরেন্দ্রনাথ।

     তাদের সাক্ষাতে হল মণিকাঞ্চন যোগ।মানসপুত্র নরেন্দ্রনাথের সাথে হল সেই ঐতিহাসিক চিরস্মরণীয় সাক্ষাৎ।প্রথম দর্শনেই নরেন্দ্রনাথকে কিছুটা পর্যাকুল দেখাচ্ছিল।শ্রী ঠাকুর সেই কোমলকুঞ্চিতকেশী,সুসজ্জশিরস্ক,ইন্দবীরতুল্য,আকর্ণবিস্তৃত চক্ষুবিশিষ্ট যুবকের প্রতি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন।আবার তাঁকে দেখেও নরেন্দ্রনাথের বিহ্বলতা জেগেছে।চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে,ঠিক তেমনই রামকৃষ্ণদেব আকর্ষণ করছেন নরেন্দ্রনাথকে।

     নরেন্দ্রনাথ নবশিক্ষায় শিক্ষিত তরুণ।মানসিক দৃঢ়তা অবলম্বন করে সম্বিৎ ফিরিয়ে আনল।সে মানবশরীরে ভগবতসত্ত্বা আরোপের বিষয়ে তীব্র অবিশ্বাসী।তার চিত্তচাঞ্চল্যের জন্য নিজেকে ও তার অধীত আধুনিক বিদ্যাকে ধিক্কার জানায় সে।কিন্তু শ্রী ঠাকুর ইঙ্গিত পেয়েছেন যে এই নরেন্দ্রনাথই তার উত্তরসাধক।মা ভবতারিণী সুযোগ্য সন্তানকেই উপহার হিসাবে পাঠিয়েছেন তার কাছে।

     নরেন্দ্রনাথ শ্যামাসংগীত শুরু করলে রামকৃষ্ণদেব অভিভূত হয়ে যান তার সুমধুর কণ্ঠের জাদুতে।তিনি মা ভবতারিণীর কাছে কায়মনোবাক্যে কৃতাঞ্জলিপুটে আবেদন করেন,এই কুঞ্চিতকেশী শিবতুল্য তরুণ যুবকই যেন তাঁর উত্তরসাধক হয়ে ওঠে।



Class 11 Sanskrit Full Suggestion 2022

See More…

 

Class All Suggestion 2022 PDF

See More…

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close